লন্ডনে অনুষ্ঠিতব্য দ্বাদশ বিশ্বকাপের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার (১৬ এপ্রিল) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের কনফারেন্স হলে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশের ক্রিকেটের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।
বিবিসির ১৫ সদস্যের বিশ্বকাপ স্কোয়াডে চমক হিসেবে রাখা হয়েছে মোসাদ্দেক হোসেন সৈকত ও আবু জায়েদ রাহিকে। তবে বিশ্বকাপের স্কোয়াডে জায়গা পাননি তাসকিন আহমেদ। এছাড়া স্কোয়াডে জায়গা হয়নি ইমরুল কায়েসেরও।
ঘোষিত স্কোয়াডে নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে অধিনায়কের দায়িত্বে রেখে তার ডেপুটি করা হয়েছে অলরাউন্ডার সাকিব আল হাসানকে।
বিশ্বকাপ ছাড়াও আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের জন্য আলাদা স্কোয়াড ঘোষণা করা হয়েছে। ত্রিদেশীয় সিরিজের বিশ্বকাপের দলের সাথে আরও দুইজনকে রাখা হয়েছে। তারা হলেন- ডানহাতি মিডল অর্ডার ব্যাটসম্যান ইয়াসির আলি রাব্বি এবং ডানহাতি অফস্পিনার নাইম হাসান। অর্থাৎ ত্রিদেশীয় সিরিজে মোট ১৭ জনকে রাখা হয়েছে।
বিসিবির কনফারেন্স হলে দল ঘোষণার সময় নির্বাচক হাবিবুল বাশার সুমন, বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান এবং বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস উপস্থিত ছিলেন।
বাংলাদেশের বিশ্বকাপ দল
মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন কুমার দাস, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দীন, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, আবু জায়েদ রাহি।
আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের দল
মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন কুমার দাস, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দীন, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, আবু জায়েদ রাহি, ইয়াসির আলি রাব্বি ও নাইম হাসান।