বিবিসির সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো ধারাবাহিকতা নেই। তবে ১৬ কোটি মানুষের দোয়ায় বিশ্বকাপে ভালো করবে বাংলাদেশ।
রোববার পল্টন ময়দানে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদের তিন দিন ব্যাপি লোকজ ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেওয়ার পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
পাপন বলেন, আমরা হয় ১৭ জনের দল ঘোষণা করবো, না হয় বিশ্বকাপের জন্য স্কোয়াড সাজিয়ে আয়ারল্যান্ডে তিন জাতি আসরের জন্য বাড়তি হিসেবে আরও দু তিন জনকে দলে নিতে পারি।
তিনি আরও বলেন, দলটা যাচ্ছে সবার মনে অনেক সাহস আছে। দলটির সাহস অনেক বড় পুঁজি ও শক্তি। তামিম, সাকিব, মাশরাফি, মুশফিক, রিয়াদরা কাউকে ভয় পায় না। এখন নতুন যোগ হয়েছে বেশ নতুন কয়েকটি ছেলে। মোস্তাফিজ আর মিরাজও কাউকে ভয় পায় না। মোদ্দা কথা আমরা একটি সাহসী দল নিয়ে যাচ্ছি। দলের ক্রিকেটারদের সাহস আছে। তারা ভয় পায় না। সাহসী দল নিয়ে যাচ্ছি।