আইপিএলে জঙ্গি হামলার আশঙ্কা গুজব: মুম্বাই পুলিশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৩৮ পিএম, ১৩ এপ্রিল ২০১৯
আইপিএলে জঙ্গি হামলার আশঙ্কা গুজব: মুম্বাই পুলিশ

আইপিএল খেলা ভারতীয় ক্রিকেটার, বিদেশ থেকে আসা ক্রিকেটার। আইপিএল আয়োজকদের কাছে খবরটা বোমার চেয়ে জোরে ফুটেছে। মুম্বাইয়ে নাকি জঙ্গি হামলা হবে?‌ ওয়াংখেড়ে স্টেডিয়াম কিংবা স্টেডিয়ামে যাওয়ার পথে ক্রিকেটারদের ওপর হতে পারে ওই হামলা।

শুক্রবার এমনই হুমকি বাণিজ্য নগরী মুম্বাইয়ে পৌঁছেছে। খবরটা কারা দিয়েছেন তা নিয়ে অবশ্য কিছু জানা যায়নি। তবে ঘটনার পরপরই কড়া সতর্কতা জারি করে মুম্বাই পুলিশ। শনিবার অবশ্য আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী জানিয়ে দিয়েছে, ওয়াংখেড়ে স্টেডিয়ামে জঙ্গি হানার খবর পুরোপুরি ভুয়া ও গুজব।

শুক্রবার জঙ্গি হানার খবর রটে। পরদিন ওয়াংখেড়েতে রাজস্থান–মুম্বাই ম্যাচ। ওই ম্যাচ দেখার অপেক্ষায় থাকা ভক্তদের কাছে যা রীতিমত দুঃস্বপ্নের মতো শুনিয়েছে। তবে মুম্বাই পুলিশের বিজ্ঞপ্তির পর ক্রিকেটাররা শুধু নন দর্শকরা স্বস্তি পেয়েছেন।

মুম্বাই পুলিশের পক্ষ থেকে মঞ্জুনাথ সিঙ্গে বলেন, '‌এই জঙ্গি হামলার খবর পুরোপুরি গুজব। হামলা নিয়ে কোনও তথ্য অন্তত আমাদের কাছে নেই। এমনিতে যথেষ্ট নিরাপত্তা রয়েছে। তাই ওয়াংখেড়েতে ম্যাচ দেখা নিয়ে কোনও সংশয় নেই।'


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

ভারতের শক্তির কাছে হার মানলো ক্রিকেট অস্ট্রেলিয়া

ভারতের শক্তির কাছে হার মানলো ক্রিকেট অস্ট্রেলিয়া

হারতে হারতে মান রক্ষা করলো মোহামেডান

হারতে হারতে মান রক্ষা করলো মোহামেডান

শিখর ধাওয়ানে দুর্দান্ত ব্যাটিংয়ে দিল্লির জয়

শিখর ধাওয়ানে দুর্দান্ত ব্যাটিংয়ে দিল্লির জয়

দুই বছর পর আইপিএলে ফিরছেন স্টেইন

দুই বছর পর আইপিএলে ফিরছেন স্টেইন