বাংলাদেশের ঘরোয়া জমজমাট লিগের ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) চলমান আসরের গ্রুপ পর্বের খেলা শেষ হয়েছে। আগামী ১৫ এপ্রিল থেকে শুরু হবে লিগ পর্বের দ্বিতীয় পর্ব সুপার সিক্স। ডিপিএলের সুপার লিগ পর্বের সূচি প্রকাশ করেছে ক্রিকেট কমিটি অফ ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। মোট তিনটি খেলা মাঠে গড়াবে ভিন্ন তিন ভেন্যুতে।
দিনের প্রথম ম্যাচ বিকেএসপির তিন নম্বর মাঠে লিজেন্ডস অফ রুপগঞ্জের বিপক্ষে মাঠে নামবে মোহামেডান স্পোর্টিং ক্লাব। দিনের দ্বিতীয় খেলায় প্রাইম ব্যাংকের মুখোমুখি হবে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ম্যাচটি অনুষ্ঠিত হবে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে। আর মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে আবাহনী লিমিটেডের প্রতিপক্ষ হিসেবে মাঠে নামে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। তিনটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৯টায়।
সুপার লিগের প্রথম রাউন্ড শেষে দ্বিতীয় এবং তৃতীয় রাউন্ডেও অনুষ্ঠিত হবে তিনটি করে ম্যাচ। দ্বিতীয় রাউন্ডে আগামী ১৭ই এপ্রিল ফতুল্লাতে লিজেন্ডস অফ রূপগঞ্জের বিপক্ষে প্রথম ম্যাচে মুখোমুখি হবে শেখ জামাল ধানমন্ডি। অপরদিকে শের-ই বাংলা স্টেডিয়ামে প্রাইম ব্যাংকের বিপক্ষে খেলবে প্রাইম দোলেশ্বর এবং বিকেএসপির তিন নম্বর মাঠে আবাহনীর প্রতিপক্ষ থাকবে চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান।
এরপর তৃতীয় রাউন্ডের প্রথম ম্যাচে আগামী ১৯শে এপ্রিল রুপগঞ্জের বিপক্ষে খেলবে প্রাইম দোলেশ্বর। বিকেএসপির তিন নম্বর মাঠে অনুষ্ঠিত হবে এই ম্যাচ। যেখানে দিনের দ্বিতীয় খেলায় শের-ই বাংলা স্টেডিয়ামে মুখোমুখি হবে প্রাইম ব্যাংক এবং আবাহনী। আর তৃতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে ফতুল্লাতে। যেখানে খেলবে শেখ জামাল এবং মোহামেডান।
এদিকে ডিপিএলের রেলিগেশন লিগে খেলবে তিনটি দল ব্রাদার্স ইউনিয়ন, উত্তরা স্পোর্টিং ক্লাব এবং বিকেএসপি। আগামী ১৬ই এপ্রিল বিকেএসপির চার নম্বর মাঠে ব্রাদার্সের বিপক্ষে রেলিগেশন লিগের প্রথম ম্যাচ খেলবে উত্তরা। এরপর ১৮ তারিখ একই মাঠে বিকেএসপির মুখোমুখি হবে তারা।
ডিপিএলের সুপার লিগ পর্বের সূচি:
প্রথম রাউন্ড
১৫ই এপ্রিল লিজেন্ডস অফ রুপগঞ্জ বনাম মোহামেডান স্পোর্টিং ক্লাব, বিকেএসপি-৩
১৫ই এপ্রিল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব বনাম শেখ জামাল ধানমন্ডি ক্লাব, খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম, ফতুল্লা
১৫ই এপ্রিল আবাহনী লিমিটেড বনাম প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব, শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর
১৬ই এপ্রিল রিজার্ভ ডে
দ্বিতীয় রাউন্ড
১৭ই এপ্রিল লিজেন্ডস অফ রুপগঞ্জ বনাম শেখ জামাল ধানমন্ডি ক্লাব, খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম, ফতুল্লা
১৭ই এপ্রিল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব বনাম প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব, শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর
১৭ই এপ্রিল আবাহনী লিমিটেড বনাম মোহামেডান স্পোর্টিং ক্লাব, বিকেএসপি-৩
১৮ই এপ্রিল রিজার্ভ ডে
তৃতীয় রাউন্ড
১৯শে এপ্রিল লিজেন্ডস অফ রুপগঞ্জ বনাম প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব, বিকেএসপি-৩
১৯শে এপ্রিল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব বনাম আবাহনী লিমিটেড, শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর
১৯শে এপ্রিল শেখ জামাল ধানমন্ডি বনাম মোহামেডান স্পোর্টিং ক্লাব, খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম, ফতুল্লা
২০শে এপ্রিল রিজার্ভ ডে
রেলিগেশন লিগ:
১৬ই এপ্রিল ব্রাদার্স ইউনিয়ন বনাম উত্তরা স্পোর্টিং ক্লাব, বিকেএসপি-৪
১৮ই এপ্রিল বিকেএসপি বনাম উত্তরা স্পোর্টিং ক্লাব, বিকেএসপি-৪