শিখর ধাওয়ানে দুর্দান্ত ব্যাটিংয়ে দিল্লির জয়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:২১ এএম, ১৩ এপ্রিল ২০১৯
শিখর ধাওয়ানে দুর্দান্ত ব্যাটিংয়ে দিল্লির জয়

আইপিএলে শিখর ধাওয়ানের দুর্দান্ত ব্যাটিংয়ে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়েছে দিল্লি ক্যাপিটালস। ৭ বল বাকী থাকতেই ৭ উইকেটে জয় তুলে নেয় দিল্লি।

ইডেন গার্ডেনসে শুক্রবার ৭ উইকেটে ১৭৮ রানের চ্যালেঞ্জিং পুঁজি দাঁড় করায় কলকাতা। টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খেয়েছিল কলকাতা। ইনিংসের প্রথম বলেই সাজঘরে জো ডেনলি।

তবে শুভমান গিল বেশ ভালোভাবেই এগিয়ে নিয়েছেন দলকে। মাঝে তাকে সঙ্গ দিয়েছেন রবি উথাপ্পা। যদিও তিনি ৩০ বল খেলে ২৮ রানের বেশি করতে পারেননি।

এরপর নীতিশ রানাও ফিরে যান ১২ বলে ১১ করে। ৩৯ বলে ৭ বাউন্ডারি আর ২ ছক্কায় ৬৫ রানের ঝড়ো ইনিংস করে সাজঘরের পথ ধরেন শুভমান গিল।

কিন্তু রাসেল খেলেছেন তার নিজের মতোই। পাঁচ নাম্বারে নেমে ২১ বলে ৩ চার আর ৪ ছক্কায় ৪৫ রান করেন ক্যারিবীয় এই অলরাউন্ডার। আর শেষদিকে ৬ বলে ১৪ রানে অপরাজিত থাকেন পিযুষ চাওলা।

দিল্লির পক্ষে ২টি করে উইকেট নেন কাগিসো রাবাদা, কেমো পল আর ক্রিস মরিস।

জবাবে ব্যাটিংয়ে নেমে দলীয় ৩২ রানে পৃথ্বি শহ ফিরে গেলেও ব্যাটিংয়ে তেমন প্রভাব পড়ে নি। একপাশ আগলে রেখে ব্যাটিং করে যান ধাওয়ান। তিনি ৬৩ বলে ৯৭ রান করেন। এছাড়া, রিশাভ পান্ত ৩১ বলে ৪৬ রান তোলেন।


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

অস্ট্রেলিয়া বিপক্ষে নেতৃত্ব দেবেন লাথাম

অস্ট্রেলিয়া বিপক্ষে নেতৃত্ব দেবেন লাথাম

দুই বছর পর আইপিএলে ফিরছেন স্টেইন

দুই বছর পর আইপিএলে ফিরছেন স্টেইন

ভারতের শক্তির কাছে হার মানলো ক্রিকেট অস্ট্রেলিয়া

ভারতের শক্তির কাছে হার মানলো ক্রিকেট অস্ট্রেলিয়া

ভারতকে মোকাবেলা করতে প্রস্তুত পাকিস্তান

ভারতকে মোকাবেলা করতে প্রস্তুত পাকিস্তান