শাইনপুকুরের জন্য তো অবশ্যই, বাংলাদেশের জন্যও দুঃসংবাদ দিল মোস্তাফিজুর রহমান। বুধবার (১০ এপ্রিল) শাইনপুকুরের হয়ে অনুশীলন করতে গিয়ে বাঁ পায়ের গোড়ালিতে চোট পান তিনি। সেই চোটের কারণে দুই সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হচ্ছে তাকে। তবে বিশ্বকাপে তাকে নিয়ে শঙ্কা নেই।
চোটের পরপরই মোস্তাফিজের বা পায়ে এক্স-রে করানো হয়। আজ বৃহস্পতিবার (১১ এপ্রিল) সেই রিপোর্ট হাতে এসেছে। রিপোর্ট দেখে বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেছেন, রিপোর্ট ভালো আছে। আপাতত কিছু দিন বিশ্রামে থাকতে হবে মোস্তাফিজকে।
তিনি আরও বলেন, আমরা একটু সাবধানে এগিয়ে যাব। মোটামুটি দুই সপ্তাহের বিশ্রাম দেয়া হয়েছে। এর মধ্যে তার পায়ের টেপ চেঞ্জ করা হবে। অন্য সময় হলে আমরা কম সময় নিতাম। সামনে বিশ্বকাপ, তাই একটু বেশি সময় নেব।
মোস্তাফিজ সবশেষ ইনজুরিতে পড়েছিলেন গত আইপিএলে। বাঁ পায়ের বৃদ্ধাঙ্গুলে চোট নিয়ে দেশে ফিরেছিলেন তিনি। সেই চোটের পর মে মাসে দেরাদুনে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ থেকে ছিটকে যান মিস্টার ফিজ। একই চোটে বাঁহাতি এ পেসারকে ওয়েস্ট ইন্ডিজ সফরের টেস্ট সিরিজ থেকে মাঠের বাইরে ঠেলে দেয়।