ঢাকা প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্ব তথা সুপার লিগ আগামী ১৫ এপ্রিল থেকে শুরু হবে। সুপার লিগ ১৩ এপ্রিল থেকে শুরু হওয়ার কথা থাকলেও পহেলা বৈশাখের কারণে তা দুইদিন পেছানো হয়েছে।
ইতোমধ্যে পাঁচ দল সুপার লিগে জায়গা করে নিয়েছেন। লিজেন্ডস অব রূপগঞ্জ, বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব নিশ্চিত করেছে সেরা ছয়ে নিজেদের অবস্থান।
বাকি থাকা একটি জায়গার জন্য আজ ভিন্ন তিন মাঠে লড়ছে মোহামেডান স্পোর্টিং ক্লাব, গাজী গ্রুপ ক্রিকেটার্স ও শাইনপুকুর ক্রিকেট ক্লাব। তিন দলের মধ্যে সমীকরণটা সহজ মোহামেডানের সামনে। ফতুল্লায় বিকেএসপিকে হারাতে পারলেই পেয়ে যাবে সুপার লিগের টিকিট।
গাজী গ্রুপের সমীকরণ হলো শেরে বাংলায় তাদের জিততে হবে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে এবং ফতুল্লায় হারতে হবে মোহামেডানকে। অন্যদিকে গাজী গ্রুপ ও মোহামেডানের- দু'দলই হেরে গেলে এবং বিকেএসপিতে খেলাঘর সমাজকল্যাণ সমিতির বিপক্ষে শাইনপুকুর জিতলেই তারা পাবে সুপার লিগের টিকিট।
সিসিডিএম ইনচার্জ তৌহিদ সাংবাদিকদের জানান, ১৫ এপ্রিল শুরু হয়ে ১৭, ১৯, ২১ ও ২৩ তারিখ হবে সুপার লিগের বাকি চার পর্ব। সেক্ষেত্রে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বিশ্বকাপ প্রস্তুতি একদিন পিছিয়ে ২৩ অথবা ২৪ তারিখ থেকে শুরু হতে পারে