ফেরার ম্যাচে শূন্য হাতে তাসকিন

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০১:৩৫ পিএম, ১০ এপ্রিল ২০১৯
ফেরার ম্যাচে শূন্য হাতে তাসকিন

ফাইল ছবি

বিপিএলে ইনজুরির পর প্রায় দুই মাস মাঠের বাইরে ছিলেন পেসার তাসকিন আহমেদ। তবে তিনি মাঠে ফেরার জন্য ছিলেন মরিয়া। কথা ছিল ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগে খেলবেন তাসকিন। কিন্তু তার আগেই দেখা গেল মাঠে। মাঠে ফিরে বোলিংয়ে শূন্য হাতে ফিরতে হয়েছে তাকে।

শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বুধবার লিজেন্ড অব রূপগঞ্জের হয়ে বোলিংয়ে নামেন তাসকিন। দলের সতীর্থ বোলারদের বোলিং টাপটে উত্তরা স্পোর্টিং ক্লাবকে চেপে ধরলেও, এদিন তাসকিন ছিলেন শূন্য হাতে।

তাসিকন ৫ ওভার বল করে ৩৬ রান দেন। কিন্তু কোন উইকেট পাননি। বোলিং ইকনোমি ৭.২০। তবে তাসকিনে সতীর্থ নাবিল সামাদ ১০ ওভারে ২৯ রান খরচায় নিয়েছেন ৩ উইকেট। ঋষি ধাওয়ান ৪৫ রানে নেন ২টি উইকেট।

প্রথমে ব্যটিং করে উত্তরা স্পোর্টিং ক্লাব ৮ উইকেটে ১৮০ রান তোলে। উত্তরা হয়ে আনিসুল ইসলাম ইমন ৫৫ এবং সাকির হোসেন ৩৩ রান তোলেন।



শেয়ার করুন :


আরও পড়ুন

আইপিএলে দুর্দান্ত আন্দ্রে রাসেল বিগ ব্যাশ থেকে বাদ!

আইপিএলে দুর্দান্ত আন্দ্রে রাসেল বিগ ব্যাশ থেকে বাদ!

শীর্ষে থাকা কলকাতাকে নিচে নামিয়ে দিল চেন্নাই

শীর্ষে থাকা কলকাতাকে নিচে নামিয়ে দিল চেন্নাই

ওয়াসিম আকরামের পাকিস্তানের বিশ্বকাপ দলে নেই হাফিজ

ওয়াসিম আকরামের পাকিস্তানের বিশ্বকাপ দলে নেই হাফিজ

সঞ্জিত-শামসুরের নৈপুণ্যে গাজীর জয়

সঞ্জিত-শামসুরের নৈপুণ্যে গাজীর জয়