ইংল্যান্ড এন্ড ওয়েলসে অনুষ্ঠেয় আসন্ন আইসিসি বিশ্বকাপের জন্য ইতোমধ্যে ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। এরপর আফগানিস্তান ও পাকিস্তান ২৩ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে। ভারতীয় দল ঘোষনা করা হবে ১৫ এপ্রিল।
আইসিসির বেঁধে দেয়া সময়ের মধ্যে আগামী ২৩ এপ্রিলের মধ্যে চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করতে হবে অংশগ্রহণকারী দলগুলোর। তবে এর বাইরেও ব্যক্তি পর্যায়ে অনেক সাবেক ক্রিকেটাররাই নিজ নিজ দেশের পছন্দের দল ঘোষনা করেছেন।
এরই ধারবাহিকতায় আজ মঙ্গলবার অস্ট্রেলিয়া দল ঘোষণা করেছেন দেশটির সাবেক তারকা, স্পিন কিংবদন্তী শেন ওয়ার্ন। তবে বিস্ময়করভাবে তার দলে জায়গা পাননি চলতি বছরে ওয়ানডে ক্রিকেটে এ পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রহকারী উসমান খাজা।
নিজের টুইটার একাউন্টে ওয়ার্ন লিখেছেন, ‘আমার ১৫ সদস্যের দল- ওয়ার্নার, ফিঞ্চ, স্মিথ, ম্যাক্সওয়েল, স্টয়নিস, ক্যারি, কামিন্স, স্টার্ক, রিচার্ডসন জে(ফিট থাকলে), জাম্পাা, শন মার্শ, এন লিঁয়ন, এ টার্নার, কালটার নাইল। ভক্তরা একমত?’
চলতি বছর ওয়ানডে ফর্মেটে এ পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রহকারী ওপেনার খাজাকে বিশ্বকাপ দলে না রেখে বড় চমক দেখিয়েছেন এ স্পিন কিংবদন্তী।
এ বছর ১৩ ম্যাচে ৫৯ দশমিক ১৫ গড়ে ৭৬৯ রান করেছেন বাঁ-হাতি খাজা। অস্ট্রেলিয়ান খেলোয়াড়দের মধ্যে যৌথভাবে দ্রুততম এক হাজার ওয়ানডে রান স্পর্শ করার কৃতিত্বও রয়েছে তার। মাত্র ২৭ ইনিংস খেলে এক হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন খাজা।
বিশ্বকাপের সেরা একাদশেও ডি আর্চি শর্টকে রেখেছেন ওয়ার্ন। ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে(আইপএল) রাজস্থান রয়্যালসে তার অধীনে কাজ করেছেন শর্ট।
গত জুন-নভেম্বর পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে মাত্র চারটি ওয়ানডে খেলেছেন শর্ট। তবে তারপর থেকেই দলের বাইরে তিনি।
ওয়ার্নের বিশ্বকাপ একাদশে আছেন- পেভিড ওয়ার্নার, ডি আর্চি শর্ট, এ্যারন ফিঞ্চ, স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, এ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, ঝাই রিচার্ডসন, এডাম জাম্পা।
অতিরিক্ত- শন মার্শ, নাথান লিঁয়, এ্যাস্টন টার্নার, নাথান কালটার নাইল।
বিশ্বকাপের আগে আগামী ২৫ ও ২৭ মে যথাক্রমে ইংল্যান্ড ও শ্রীলংকার বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া।
১ জুন আফগানিস্তানে বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।