ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে দশম রাউন্ডে খেলাঘর সমাজ কল্যান সমিতির বিপক্ষে ১০৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেন ব্রাদার্স ইউনিয়নের বাঁ-হাতি ব্যাটসম্যান ফজলে মাহমুদ। তার ব্যাটিং-এ ৬ উইকেটে ২৬৭ রানের বড় সংগ্রহ পেয়েছিল ব্রাদার্স।
কিন্তু বৃষ্টির কারণে এই সংগ্রহ পেয়েও ম্যাচ জিততে পারেনি ব্রাদার্স। ২৬৮ রানের টার্গেটে ব্যাট হাতে নেমে ২০ ওভারে ১ উইকেটে ৮৪ রান করে খেলাঘর। এরপরই বৃষ্টির কারণে ম্যাচটি বন্ধ হয়ে যায় এবং পরবর্তীতে বৃষ্টি আইনে ১২ রানে জয় পায় খেলাঘর। আর বৃষ্টির কারনে বিফলে যায় ফজলের সেঞ্চুরিটি। পুরো ম্যাচটি হলে, ফলাফল অন্যরকমও হতে পারতো।
ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিং করতে নামে খেলাঘর। ব্যাট হাতে নেমে স্কোর বোর্ডে রান যুক্ত হওয়ার আগেই ওপেনার জুনায়েদ সিদ্দিকীকে হারায় ব্রাদার্স। তবে ফজলের সাথে আরও তিন ব্যাটসম্যানের চল্লিশোর্ধ ইনিংসে বড় সংগ্রহ পেয়ে যায় ব্রাদার্স।
৭টি চার ও ২টি ছক্কায় ১১৬ বলে ১০৩ রান করে ফজলে। এবারের লিগে এটা তার দ্বিতীয় সেঞ্চুরি। এছাড়া ওপেনার মিজানুর রহমান ৪৯, ইয়াসির আলী অপরাজিত ৪৭ ও ভারতীয় দেব্রবত দাস ৪৫ রান করেন।
জবাবে ২৬৮ রানের লক্ষ্যে খেলতে নামে খেলাঘর। ওপেনার রবিউল ইসলাম রবি অপরাজিত ৩৯ ও তিন নম্বরে নামা মাহিদুল ইসলাম অঙ্কন অপরাজিত ২১ রান করেন। তবে আরেক ওপেনার শাহরিয়ার কমল ২১ রানে আউট হন। দল হারলেও ম্যাচ সেরা হয়েছেন ফজলে।
এই জয়ে ১০ ম্যাচে ৩ জয় ও ৭ হারে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের নবম স্থানে খেলাঘর। সমানসংখ্যক ম্যাচে ২ জয় ও ৮ হারে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের ১১তম স্থানে ব্রাদার্স।