ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আবাহনী-রূপগঞ্জের মধ্যকার ম্যাচে ফিল্ডিংয়ের সময় আঙুলে আঘাত পেয়েছেন আবাহনীর অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। তবে এ ইনজুরি তেমন গুরুতর নয় বলে জানিয়েছেন বিসিবি চিকিৎসক দেবাশিষ চৌধুরী।
শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রোববার আবাহানীর দেওয়া লক্ষ্যে ২৬তম ওভারে ব্যাট করছিলেন রূপগঞ্জের ব্যাটসম্যান শাহরিয়ার নাফিস। এসময় মোসাদ্দেকের ফুল লেন্থের বলে সজোরে ড্রাইভ করেন নাফিস। কাভার ড্রাইভটি থামাতে গিয়ে ডানহাতের বুড়ো আঙুলে আঘাত পান মিরাজ।
আঙুলে আঘাত পাওয়ার পর সাথে সাথে মাঠ ছাড়েন মিরাজ। আবাহনীর ডাগ আউটে বরফ পানিতে আঙুল রাখতে দেখা যায় তাকে।
এ বিষয়ে বিসিবির চিকিৎসক দেবাশিষ চৌধুরীর বলেন, আমরা ব্রেন্ডেজ করে দিয়েছি। খুব বেশি সমস্যা হবে বলে মনে হয় না। একদিনের বিশ্রাম দিয়েছি। কোনো এক্সরে করার দরকার হচ্ছে না এখন।
রূপগঞ্জের বিপক্ষে এ দিন মিরাজ ৪ ওভার বল করে একটি মেডেন দিয়ে ২০ রান দেন। আঙুলের চোটের কারণে এরপর আর কোন বল করতে পারেননি তিনি।
ডিপিএলের ৫৫ তম ম্যাচে আবাহানীকে ৬ উইকেটে হারায় রূপগঞ্জ। দুর্দান্ত বোলিংয়ের কারণে ম্যাচ সেরা হন রূপগঞ্জের শুভাশিষ। তিনি ৩৭ রান দিয়ে ৩ উইকেট নেন।