ত্রিদেশীয় সিরিজে ফিরলেন বিজয়-মিঠুন-রাজু

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৪৪ এএম, ০৮ জানুয়ারি ২০১৮
ত্রিদেশীয় সিরিজে ফিরলেন বিজয়-মিঠুন-রাজু

ত্রিদেশীয় সিরিজের জন্য টাইগারদের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ত্রিদেশীয় সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য দল ১৬ সদস্যের দল ঘোষণা করা হয়েছে।

সর্বশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একদিনের সিরিজের দল থেকে বাদ পড়েছেন সৌম্য সরকার, লিটন কুমার দাস ও তাসকিন আহমেদ। অন্যদিকে দলে সুযোগ পেয়েছেন ওপেনার এনামুল হক বিজয়, উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন ও বোলিং অলরাউন্ডার আবুল হাসান রাজু।

বরাবরের মতো বাংলাদেশকে দলকে নেতৃত্ব দিবেন মাশরাফি বিন মুর্তজা। সহ অধিনায়ক হিসেবে আছেন সাকিব আল হাসান। তামিম ইকবালের সাথে ওপেনিংয়ে ইমরুলের কায়েসের পাশাপাশি স্কোয়াডে আছেন এনামুল হক বিজয়। ২০১৫ বিশ্বকাপে সর্বশেষ একদিনের ম্যাচ খেলেছিলেন বিজয়। মুশফিকুর রহিমের পাশাপাশি উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে আছেন বিপিএলে দারুণ পারফর্ম করা মোহাম্মদ মিঠুন।

মিডিল অর্ডারে অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদের সাথে আছেন নাসির হোসেন ও সাব্বির রহমান। বোলিং অলরাউন্ডার হিসেবে স্কোয়াডে জায়গা পেয়েছেন মোহাম্মদ সাইফুদ্দিন ও আবুল হাসান রাজু। স্পিনার হিসেবে আছেন মেহেদি হাসান মিরাজ ও সানজামুল ইসলাম। অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার পাশাপাশি পেসার হিসেবে প্রথম দুই ম্যাচের স্কোয়াডে আছেন মুস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন।

১৬ সদস্যের দল
তামিম ইকবাল, ইমরুল কায়েস, এনামুল বিজয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, নাসির হোসেন, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মেহেদি মিরাজ, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, আবুল হাসান রাজু, সাইফউদ্দীন, সানজামুল ইসলাম ও মোহাম্মদ মিঠুন।


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

সৌম্য-লিটন-তাসকিনকে বাদ দিয়ে ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা

সৌম্য-লিটন-তাসকিনকে বাদ দিয়ে ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা

হোঁচট খেল দুর্দান্ত গতিতে ছুটে চলা বার্সা

হোঁচট খেল দুর্দান্ত গতিতে ছুটে চলা বার্সা

চুক্তির পরও বার্সা ছাড়তে পারেন মেসি

চুক্তির পরও বার্সা ছাড়তে পারেন মেসি

খাজার ব্যাটে তৃতীয় দিনে লিডে অস্ট্রেলিয়া

খাজার ব্যাটে তৃতীয় দিনে লিডে অস্ট্রেলিয়া