নাসুমের দুর্দান্ত বোলিংয়ে গাজীর রোমাঞ্চকর জয়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:১০ পিএম, ০৫ এপ্রিল ২০১৯
নাসুমের দুর্দান্ত বোলিংয়ে গাজীর রোমাঞ্চকর জয়

বাঁ-হাতি স্পিনার নাসুম আহমেদের বোলিং নৈপুণ্যে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে নবম রাউন্ডে উত্তেজনাপূর্ণ ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে আজ ৯ রানে হারিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। প্রথমে ব্যাট করে ২০৬ রান করে গাজি গ্রুপ। জবাবে ব্রাদার্সকে ১৯৭ রানে গুটিয়ে দিয়ে জয় তুলে নেয় তারা। ৪৯ রানে ৫ উইকেট নেন নাসুম। 

বাঁ-হাতি স্পিনার নাসুম আহমেদের বোলিং নৈপুণ্যে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে নবম রাউন্ডে উত্তেজনাপূর্ণ ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে আজ ৯ রানে হারিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। প্রথমে ব্যাট করে ২০৬ রান করে গাজি গ্রুপ। জবাবে ব্রাদার্সকে ১৯৭ রানে গুটিয়ে দিয়ে জয় তুলে নেয় তারা। ৪৯ রানে ৫ উইকেট নেন নাসুম। 

এই জয়ে ৯ খেলায় ৪ জয় ও ৫ হারে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে গাজী গ্রুপ। সমানসংখ্যক ম্যাচে ২ জয় ৭ হারে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের দশশ স্থানে থাকলো ব্রাদার্স।

সাভারের বাংলাদেশ ক্রিড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) চার নম্বর মাঠে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করতে নামে ব্রাদার্স ইউনিয়ন। প্রথমে ব্যাট করতে নেমে ভালো শুরু করতে পারেনি গাজী গ্রুপ। ৯২ রানে ৬ উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় দলটি। দলকে এই ৯২ রানে পৌঁছে দিতে বড় অবদান রাখেন ওপেনার মেহেদি হাসান। অন্য পাঁচ ব্যাটসম্যান যখন পুরোপুরি ব্যর্থ, তখন ৮টি চার ও ১টি ছক্কায় ৪৮ বলে ৪৮ রান করেন মেহেদি।

শতরানের আগেই ৬ উইকেট পতনে দ্রুতই গুটিয়ে যাবার শংকায় পড়ে গাজী গ্রুপ। কিন্তু পাকিস্তানী খেলোয়াড় কামরান গুলামের দায়িত্বপূর্ণ ব্যাটিং-এ ২শ রানের কোটা পেরোতে পারে গাজী গ্রুপ। তাও খুব বেশি দূর যেতে পারেনি তারা। ২ বল বাকী থাকতে ২০৬ রানে অলআউট হয় গাজী গ্রুপ। 

১০টি চার ও ২টি ছক্কায় ১০১ বলে ৮১ রান করেন গুলাম। এছাড়া লোয়ার-অর্ডারে উইকেটরক্ষক শামসুল ইসলাম ২২ ও কামরুল ইসলাম রাব্বি ১১ রান করেন। ব্রাদার্স ইউনিয়নের সাজেদুল ইসলাম ৫৪ রানে ৪ উইকেট নেন।

জবাবে ৩৯ রানে প্রথম উইকেট হারায় ব্রাদার্স। ওপেনার মিজানুর রহমান ২৫ রান করে ফিরেন। এরপর ফজলে রাব্বিকে নিয়ে আরেক ওপেনার জুনায়েদ সিদ্দিকী ৯৭ রানের জুটি গড়েন। দলীয় ১৩৬ রানে বিচ্ছিন্ন হন জুনায়েদ-ফজলে। এরপরই মিনি ধস নামে ব্রাদার্সের ইনিংসে। দ্রুতই আরও ৩ উইকেট হারায় তারা। ফলে ৫ উইকেটে ১৫৮ রানে পরিণত হয় ব্রাদার্স। জুনায়েদ ৬টি চারে ১০৬ বলে ৭২, ফজলে ৩১, ভারতের দেবব্রত দাস শূন্য ও শরিফুল্লাহ ৩ রান করে থামেন।



শেয়ার করুন :


আরও পড়ুন

আফগানিস্তানের অধিনায়কত্বে পরিবর্তন

আফগানিস্তানের অধিনায়কত্বে পরিবর্তন

বিশ্বকাপ খেলার স্বপ্ন শেষ উমর-ওয়াহাবের

বিশ্বকাপ খেলার স্বপ্ন শেষ উমর-ওয়াহাবের

আল-আমিনের কাছে পরাস্ত বিকেএসপি

আল-আমিনের কাছে পরাস্ত বিকেএসপি

ওয়েস্ট ইন্ডিজের কাছে ধারাবাহিকতা চান লারা

ওয়েস্ট ইন্ডিজের কাছে ধারাবাহিকতা চান লারা