গতকাল মঙ্গলবার ২ এপ্রিল ছিলো ভারতের জাতীয় দলের জন্য সবচেয়ে স্বরনীয় দিন। ২০১১ এই দিনেই শ্রীলঙ্কাকে হারিয়ে ২৮ বছর পর বিশ্বজয়ের মুকুট উঠেছিল টিম ইন্ডিয়ার মাথায়।
নিজের পাড়ায় বিশ্বজয়ের সেই কাহিনি বলতে গিয়ে আজও আবেগেপ্লুত ক্রিকেটের লিটল মাস্টার সচিন টেন্ডুলকার। আট বছর পর বিশ্বকাপ জয়ের কথা বলতে গিয়ে সচিন বলেন, তার ক্রিকেট জীবনের সেরা মুহূর্ত।
এক ভিডিও বার্তায় তিনি বলেছেন, ‘২ এপ্রিল ২০১১, আমি সত্যিই জানি না কোথা থেকে শুরু করা উচিত আমার! আমার কী বলা উচিৎ এবং কোথায় থামা উচিত কিছুই বুঝতে পারছি না। ওই দিনটা আমাদের সবার জন্য এত বড় একটা দিন ছিল যে কী বলব! আমি নিজের সম্পর্কে বলতে পারি, যে আমার জন্য খুব বড় দিন। আমি ক্রিকেট মাঠে এত দিন কাটিয়েছি, কিন্তু ওই দিনটার মতো ওত বড় দিন জীবনে দেখিনি।’
আট বছর পর আবার বিশ্বকাপ দরজায় কড়া নাড়ছে। ভারতীয় দলের কাছে বিশেষ প্রার্থনা লিটল মাস্টারের। ওই ভিডিও বার্তায় কোহলির টিমকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘বিশ্বকাপ প্রতি চার বছর পর পর আসে। সেই দিন (২ এপ্রিল, ২০১১) থেকে আট বছর হয়ে গেল। আর একটা বিশ্বকাপ আসছে। আমি জানি যে, আমাদের এখনও বিশ্বকাপের দল ঘোষণা করা হয়নি।
কিন্তু যে দলই বিশ্বকাপ খেলতে যাবে, সেটা আমাদের দল হবে। আপনারা দেখে থাকবেন, ভারতীয় দলের জার্সিতে বিসিসিআই লোগোর ওপরে তিনটি তারা রয়েছে। তিনটি বিশ্বকাপের জন্য তিনটি তারা। তাই আসুন আমরা তিনটিকে, চারটি করে দেখি, যা আমি দেখতে চাই। চলুন আমাদের দলের সঙ্গে এগিয়ে চলুন এবং তাদের পূর্ণ সমর্থন করি। ভারতীয় দলকে শুভেচ্ছা।’
Best moment of my cricketing life. @cricketworldcup @BCCI pic.twitter.com/WByz1Y4cxX
— Sachin Tendulkar (@sachin_rt) April 2, 2019