আর মাত্র ৫৭ দিন অপেক্ষা। এর পরই মাঠে গড়াবে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ-২০১৯। আগামী ৩০ মে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে পর্দা উঠবে ক্রিকেটের সর্বোচ্চ আসরের। বিশ্বকাপের দ্বাদশ আসর ঘিরে ইতিমধ্যে শুরু হয়েছে জল্পনা-কল্পনা।
এবারের বৈশ্বিক টুর্নামেন্ট কি জমজমাট হবে? শ্রেষ্ঠত্বের মুকুট উঠবে কার মাথায়? এমন বহু প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ক্রিকেটপ্রেমীদের মনে। অবশ্য সেই চাহিদা নিবৃত্ত হতে কিছুটা সময় লাগবে। তবে প্রক্রিয়া শুরু হয়ে গেছে।
বিশ্বকাপ সামনে রেখে নিজেদের রণকৌশল সাজাতে শুরু করেছেন কোচ-নির্বাচকরা। ইতিমধ্যে ১৫ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে নিউজিল্যান্ড। বসে নেই বাকি দলগুলোও। প্রস্তুতি সেরে নিচ্ছে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন (১৯৯২) পাকিস্তান। বিশ্বমঞ্চে অংশ নিতে যাওয়া দলটির সম্ভাব্য স্কোয়াড প্রকাশ করেছে জনপ্রিয় ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো।
পাকিস্তান সম্ভাব্য বিশ্বকাপ স্কোয়াড
ফখর জামান, ইমাম-উল হক, আবিদ আলী, বাবর আজম, হারিস সোহেল, শোয়েব মালিক, আসিফ আলী/মোহাম্মদ হাফিজ, সরফরাজ আহমেদ, মোহাম্মদ রিজওয়ান, শাদাব খান, ইমাদ ওয়াসিম, ফাহিম আশরাফ, শাহীন শাহ আফ্রিদি, মোহাম্মদ হাসনাইন ও হাসান আলি।