দেখতে দেখতে দরজায় কড়া নাড়ছে ওয়ানডে বিশ্বকাপ। তাই দল ঘোষণার তোড়জোড়ও শুরু হয়ে গেছে। চমক রেখেই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। তাতে ডাক পেয়েছেন এখনও ওয়ানডে অভিষেক না হওয়া উইকেটকিপার ব্যাটসম্যান টম ব্লান্ডেল।
ব্লান্ডেলের সংযুক্তি অবশ্য চমক না বলে ভাগ্য বলতে হবে। টিম সেইফার্ট সীমিত ওভারের ক্রিকেটে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন দ্বিতীয় পছন্দের উইকেটকিপার হিসেবে। কিন্তু ঘরোয়া ক্রিকেটে সম্প্রতি ডান হাতের কণিষ্ঠ আঙুলে চোট পাওয়াতে দলে ডাক পেয়েছেন ব্লান্ডেল। ইতোমধ্যে যিনি কিউইদের হয়ে দুটি টেস্ট ও তিন টি-টোয়েন্টি খেলে ফেলেছেন।
পেস আক্রমণে রয়েছেন টিম সাউদি, ট্রেন্ট বোল্ট, লকি ফার্গুসন ও ম্যাট হেনরি। সেক্ষেত্রে একাদশে তৃতীয় পেসার হিসেবে লড়াইটা হবে হেনরি আর সাউদির মাঝে। এছাড়া অফ ফর্মে থাকা কলিন মুনরোর ওপরও আস্থা রেখেছেন নির্বাচকরা।
এমন দল ঘোষণার কাজটা যে সহজ নয় সেই কথা প্রতিক্রিয়ায় জানালেন হেড কোচ গ্যারি স্টেড। একই সঙ্গে জানালেন তাদের এমন কাজের ফলে প্রত্যাশিতভাবেই হতাশ হয়েছেন কয়েকজন, ‘যখন বড় টুর্নামেন্টের জন্য দল ঘোষণা করা হয়, তখন কাজটা মোটও সহজ হয় না। আর একই কারণে কয়েকজন খেলোয়াড়কে হতাশ করতেই হয়।’
নিউজিল্যান্ড দল
কেন উইলিয়ামসন (অধিনায়ক), টম ব্লান্ডেল, ট্রেন্ট বোল্ট, কলিন ডি গ্র্যান্ডহোম, লকি ফার্গুসন, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, টম ল্যাথাম, কলিন মুনরো, জিমি নিশাম, হেনরি নিকোলস, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি ও রস টেলর।