আবাহানীর বিপক্ষে ব্যাটিংয়ে নামলো না ব্রাদার্স

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৫:৪৬ পিএম, ০২ এপ্রিল ২০১৯
আবাহানীর বিপক্ষে ব্যাটিংয়ে নামলো না ব্রাদার্স

ওয়ালটন ঢাকা প্রিমিয়ার লিগের ৪৭ তম ম্যাচে আবাহানীর বিপক্ষে ব্যাটিংয়ে নামেনি ব্রাদার্স ইউনিয়ন। মঙ্গলবার সভারের বিকেএসপি মাঠের উইকেট খেলার অনুপযোগীর থাকার অভিযোগে ব্রাদার্স ব্যাটিংয়ে নামার অস্বীকৃতি জানায়।

ব্রাদার্স টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। ব্যাটিংয়ে নেমে অভিষেক মিত্র এবং ইফরান শুক্কুরের দুর্দান্ত জুটি গড়েন। অভিষেক ৬৮ রান এবং ইফরান ৯২ রান তুলেন।

রকিবুল হাসান ৫০ এবং সোহাগ গাজী ৪৩ রান তুলেন। এছাড়া বাকী ব্যাটসম্যানরা এ দিন ব্যার্থ হন। ফলে ৫০ ওভারে আবাহানী ৩১৬ রানের লক্ষ্য দাঁড় করায়।

আবাহানী ব্যাটিং শেষ হওয়ার কিছুক্ষন পরেই শুরু হয় বৃষ্টি। ফলে উইকেট ডেকে দেয় কর্তৃপক্ষ। ঘন্টা খানিক চলে এ বৃষ্টি। বৃষ্টি শেষে দেখা যায়, কাভার ছিদ্র থাকায় বৃষ্টির পানি উইকেটে ডুকে পড়ে।

বিষয়টি ব্রাদার্স কর্তৃপক্ষ বুঝতে পেরে এমন উইকেটে খেলতে অস্বীকৃতি জানায়। ফলে আবাহানীকে ম্যাচের পয়েন্ট দিয়ে দেয় আম্পায়ারা।

ব্রাদার্সের ম্যানেজার আমিন খান বলেন, বৃষ্টির পানি ‍উইকেটে ডুকে পড়ে। ফলে সেই উইকেটে খেলা অনুপযোগী ছিল। তাই আমরা ব্যাটিংয়ে নামেনি।

এ বিষয়ে পিচ কিউরেটর নুরুজ্জামান নয়ন বলেন, বৃষ্টির পানি কাভারের ছিদ্র দিয়ে ডুকে পড়ে। এতে আমার কিছু করার নেই।



শেয়ার করুন :


আরও পড়ুন

বাংলাদেশে ওয়েস্ট ইন্ডিজ সফরও অনিশ্চিত

বাংলাদেশে ওয়েস্ট ইন্ডিজ সফরও অনিশ্চিত

কুরানের হ্যাটট্রিকে দিল্লিকে হারাল পাঞ্জাব

কুরানের হ্যাটট্রিকে দিল্লিকে হারাল পাঞ্জাব

মাহমুদউল্লাহর পাঁচ চক্কর!

মাহমুদউল্লাহর পাঁচ চক্কর!

বৃষ্টি আইনে প্রাইম ব্যাংককে হারিয়ে দিল শাইনপুকুর

বৃষ্টি আইনে প্রাইম ব্যাংককে হারিয়ে দিল শাইনপুকুর