ক্ষমা চাইলেন মদ্যপ শ্রীলঙ্কান অধিনায়ক

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:১২ পিএম, ০২ এপ্রিল ২০১৯
ক্ষমা চাইলেন মদ্যপ শ্রীলঙ্কান অধিনায়ক

ফাইল ছবি

মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে একজনকে আহত করেছেন শ্রীলঙ্কান টেস্ট অধিনায়ক দিমুথ করুনারত্নে। যে অপরাধে বাতিল হয়েছে তার ড্রাইভিং লাইসেন্স। নিজের অপ্রত্যাশিত কাণ্ডে সবার কাছে ক্ষমা চেয়েছেন শ্রীলঙ্কান এই ক্রিকেটার। এমনকি নিজেও দাবি করেছেন নৈতিক দায়িত্ব পালন করবেন আহত ব্যক্তির প্রতি।

রবিবার ভোর বেলায় মাতাল হয়ে গাড়ি চালাচ্ছিলেন তিনি। অপ্রকৃতিস্থ থাকায় নিজের গাড়ি নিজে চালিয়ে সংঘর্ষ বাঁধিয়ে দেন অপর একটি থ্রি হুইলারের সঙ্গে। বড় কোনও অঘটন না ঘটলেও তার এই আচরণ যে শ্রীলঙ্কার জাতীয় খেলোয়াড় সুলভ হয়নি তা ফেসবুকে জানিয়ে ক্ষমা চেয়েছেন সবার কাছে।

সোমবার ফেসবুকে এক বিবৃতিতে তিনি লিখেছেন, ‘আপানারা হয়তো বিব্রতকর একটি সংবাদ শুনেছেন যা গতকাল সকালেই ঘটেছে। কলম্বোতে আমি যে গাড়িটি করে বাড়ি ফিরছিলাম দুর্ভাগ্যজনক ভাবে তা ছোট একটি দুর্ঘটনার মুখে পড়েছে। প্রথমে আমি সেই গাড়িটির মালিকের কাছে ক্ষমা চাইছি। যিনি আহত হয়েছেন। এমনকি তিনি অত্যন্ত ভদ্রতার সঙ্গে বিষয়টি শান্তিপূর্ণভাবে মীমাংসা করতে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করেছেন।’

আহত ব্যক্তিটি বর্তমানে বাসায় ফিরে গেছেন। সেই কথা উল্লেখ করে তিনি আরও লিখেছেন, ‘আমি আপনাদের আরও একটি তথ্য দিতে পেরে ভালোবোধ করছি যে সেই ব্যক্তিটি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। বর্তমানে বাড়িতে বিশ্রামে আছেন। এমনকি তার প্রতি আমার নৈতিক দায়িত্বের বিষয়টিও নিশ্চিত করছি। যাতে তার সুচিকিৎসা ও দেখভাল করার বিষয়টি সুনিশ্চিত হয়।’

করুনারত্নে অবশ্য কৃতর্মের জন্য ক্ষমা চেয়েছেন। লিখেছেন, ‘আমি এ নিয়ে খুব ভালোভাবেই অবগত যে যা করেছি, তা কোনওভাবে শ্রীলঙ্কার জাতীয় ক্রিকেটার হিসেবে যায় না। তাই নিজের কৃতকর্মের জন্য সবার কাছে ক্ষমা চাইছি।’


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

পাকিস্তানের উমর আকমলকে জরিমানা

পাকিস্তানের উমর আকমলকে জরিমানা

আত্মপক্ষ সমর্থনে পান্ডিয়া-রাহুলকে চিঠি

আত্মপক্ষ সমর্থনে পান্ডিয়া-রাহুলকে চিঠি

মাহমুদউল্লাহর পাঁচ চক্কর!

মাহমুদউল্লাহর পাঁচ চক্কর!

সুপার লিগে খেলবেন মাহমুদউল্লাহ?

সুপার লিগে খেলবেন মাহমুদউল্লাহ?