পাকিস্তানের উমর আকমলকে জরিমানা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:০০ এএম, ০২ এপ্রিল ২০১৯
পাকিস্তানের উমর আকমলকে জরিমানা

জরিমানার কবলে পড়লেন পাকিস্তানের তারকা ব্যাটসম্যান উমর আকমল। তার ম্যাচ ফির ২০ শতাংশ কর্তন করা হয়েছে। সঙ্গে তাকে সতর্ক করে দেয়া হয়েছে।

সদ্য সমাপ্ত অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের পঞ্চম ওয়ানডের আগে দেরি করে হোটেলে ফেরেন উমর। মূলত এ কারণেই তাকে জরিমানা করা হয়েছে। ওই দিন ম্যাচের আগে হিপহপ শিল্পী অ্যাকনের কনসার্ট দেখতে গিয়েছিলেন তিনি। এর একটি ভিডিও সোশ্যাল মিডিয়া টুইটারে প্রকাশ করেছিলেন ডানহাতি ব্যাটার। সেখান থেকে ফিরতে বেশ রাত হয়ে গিয়েছিল তার।

অবশ্য আকমল দোষ স্বীকার করে নিয়েছেন। ফলে শুনানির প্রয়োজন হয়নি। সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তার এ কাজকে অপেশাদারিত্ব বলে মনে করছেন পিসিবির ব্যবস্থাপনা পরিচালক ওয়াসিম খান।

তিনি বলেন, আমি খুশি যে আকমল ভুল বুঝতে পেরেছে। কর্মের জন্য ক্ষমা চেয়েছে। সে কাজের জন্য অনুতপ্ত। এটি পরিষ্কারভাবে অপেশাদারিত্বের কাজ। এটি কোনোভাবেই উপেক্ষা করা যায় না।

আকমলের এ শাস্তি অন্য খেলোয়াড়দের জন্য একটি বার্তা। বোর্ড খেলোয়াড়দের কাছ থেকে উচ্চপর্যায়ের পেশাদারিত্ব ও দায়বদ্ধতা প্রত্যাশা করে। পিসিবি বিশৃঙ্খলা সহ্য করবে না বলেও হুশিয়ার করেন তিনি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে ব্যাট হাতে পুরোপুরি ব্যর্থ হয়েছেন আকমল। ৫ ম্যাচে তিনি সংগ্রহ করেছেন মাত্র ১৫০ রান। ফলে আসন্ন বিশ্বকাপের দলে তার জায়গা পাওয়া নিয়েও সংশয় তৈরি হয়েছে।


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

আইসিসির হ্যাটট্রিক টেস্ট চ্যাম্পিয়ন ভারত

আইসিসির হ্যাটট্রিক টেস্ট চ্যাম্পিয়ন ভারত

সুপার সিক্স নিশ্চিত করলো আবাহনী

সুপার সিক্স নিশ্চিত করলো আবাহনী

শেখ জামালকে নাটকীয়ভাবে হারালো প্রাইম দোলেশ্বর

শেখ জামালকে নাটকীয়ভাবে হারালো প্রাইম দোলেশ্বর

আইসিসির প্রধান নির্বাহীর দায়িত্ব নিলেন মানু

আইসিসির প্রধান নির্বাহীর দায়িত্ব নিলেন মানু