দরজায় কড়া নাড়ছে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ। বাকি আর মাত্র ৫৮ দিন। দলগুলো যখন নিজেদের গুছিয়ে নিতে ব্যস্ত বাংলাদেশ শিবিরে তখন নেমে এসেছে দুঃসংবাদের কালো ছায়া। গুরুতর ইনজুরিতে পড়েছেন দলের নির্ভরযোগ্য তারকা ব্যাটসম্যান মাহমুদউল্লাহ রিয়াদ।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র বিষয়টি নিশ্চিত করে জানায়, মাহমুদউল্লাহর ইনজুরিটি গ্রেড-থ্রি টিয়ারের। সাময়িক তাকে বিশ্রাম দেয়া হয়েছে। তবে এতেও সুস্থ না হলে যেতে হবে অস্ত্রোপচারের টেবিলে। আর তা হলে, বিশ্বকাপ নিয়ে শঙ্কা দেখা দিতে পারে এই অভিজ্ঞ ক্রিকেটারের।
নিউজিল্যান্ড সফরে সিরিজের প্রথম টেস্টেই কাঁধের চোটে পড়েন মাহমুদউল্লাহ। তবে সেই চোট তাৎক্ষণিকভাবে তেমন না ভোগালেও এখন আবার মাথাচড়া দিয়েছে।
বিসিবি প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী জানান, সোমবার এমআরআই রিপোর্ট হাতে পেয়েছেন। তবে এখনই বিস্তারিত জানাতে পারবেন না বলে জানান।
বিসিবির সূত্র জানিয়েছে, মাহমুদউল্লাহকে ১৫ দিনের বিশ্রাম দেয়া হয়েছে। এরপর তার পুনর্বাসন প্রক্রিয়া শুরু হবে। বিশ্রামে সেরে না উঠলে অস্ত্রোপচার।
এর আগেও মোস্তাফিজুর রহমান এ ধরনের চোটে পড়েন। অস্ত্রোপচার করানোর পর প্রায় ৬ মাস মাঠের বাইরে কাঁটাতে হয় তাকে। সামনেই বিশ্বকাপ। তাই মাহমুদউল্লাহর ইনজুরিও দুশ্চিন্তায় ফেলেছে বিসিবিকে।