ক্রাইস্টচার্চের মসজিদে সন্ত্রাসী হামলার ধকল এখনও পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি নিউজিল্যান্ড। তাই অনূর্ধ্ব-১৯ দলের বাংলাদেশ সফর স্থগিত করেছে দেশটির ক্রিকেট বোর্ড। রবিবার এই খবর নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী।
আগামী ১০ এপ্রিল থেকে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের পাঁচ ম্যাচের যুব ওয়ানডে সিরিজ হওয়ার কথা ছিল। কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়াম ও চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম প্রস্তুত ছিল এই সিরিজ আয়োজনে।
কিন্তু শুরু হওয়ার সপ্তাহখানেক আগে এই সিরিজ স্থগিত করার কথা বিসিবিকে জানালো নিউজিল্যান্ড ক্রিকেট। জানা গেছে, গত ১৫ মার্চ ক্রাইস্টচার্চে সন্ত্রাসী হামলার ঘটনার ধকল এখনও কাটিয়ে উঠতে পারেনি তারা। যুব ক্রিকেটারদের পাঠাতে আপত্তি জানিয়েছে তাদের মা-বাবারা।
নিজামউদ্দিন চৌধুরী বলেছেন, ‘নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে হোম সিরিজ স্থগিত করা হয়েছে। নির্ধারিত সূচি অনুযায়ী তারা আসতে পারছে না বলে জানিয়েছে আমাদের।’
সিরিজ স্থগিতের কারণ সম্পর্কে এই বিসিবি কর্মকর্তা জানান, ‘সন্ত্রাসী হামলার ধকল এখনও তারা কাটিয়ে উঠতে পারেনি। জানতে পেরেছি তরুণ ক্রিকেটারদের মধ্যে এই সিরিজ আয়োজনে আপত্তি জানিয়েছে তাদের বাবা মা।’
নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের শেষ টেস্টের আগের দিন জুমার নামাজের সময় ক্রাইস্টচার্চের মসজিদে এক সন্ত্রাসী হামলা চালায়। তাতে নিহত হন ৫০ জন, আহত হন আরও অনেকে। অল্পের জন্য প্রাণে বেঁচে যান বাংলাদেশের ক্রিকেটাররা।