মদ্যপ অবস্থায় গাড়ী চালিয়ে দুর্ঘটনা ঘটিয়ে পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন শিকার শ্রীলঙ্কার ক্রিকেট দলের টেস্ট অধিনায়ক দিমুত্র করুনারত্নে। রাজধানীতে বেসামাল অবস্থায় গাড়ি চালিয়ে এক থ্রি হুইলার ট্যাক্সি চালককে আহত করেছেন তিনি। দুর্ঘটনার পর করুনারত্নেকে গ্রেফতার করে কলম্বোর স্থানীয় পুলিশ। পরে জামিনে মুক্তি পান তিনি। স্থানীয় পুরিশের রিপোর্টে এ কথা বলা হয়েছে।
বোরেলার পুলিশ জানায়, ‘মধ্যপ অবস্থায় গাড়ী চালিয়ে একজনকে আহত করেছেন করুনারত্নে। স্থানীয় সময় ভোর ৫টা ৪০ মিনিটে দুর্ঘটনাটি ঘটে। করুনারত্নেকে আটকের পর জামিনও দেয়া হয়। জামিন দেওয়া হলেও সোমবার তাকে আদালতে হাজির হতে হবে।’
এ ব্যাপারে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড জানায়, ‘আদালতের রায় আসার পরই বোর্ড তাদের সিদ্ধান্ত নিবে। আদালতের শাস্তির বাইরেও তাকে বোর্ডের শাস্তির মুখে পড়তে হবে।’
সদ্য শেষ হওয়া দক্ষিণ আফ্রিকা সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে জিতে শ্রীলংকা। ঐ সিরিজে অধিনায়কত্ব করেন করুনারত্নে। তাই আসন্ন ওয়ানডে বিশ্বকাপে করুনারত্নেকে অধিনায়কত্বের দায়িত্ব দেয়া ইঙ্গিতও দিয়ে রেখেছিলো বোর্ড।