বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) খেলা সম্প্রচারের আরও বৃদ্ধির লক্ষ্যে উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে সম্প্রচারে কর ছাড় সুবিধা দেওয়া হয়েছে।
সম্প্রতি এনবিআর চেয়ারম্যান ও অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সুবিধা দেয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, আয়কর অধ্যাদেশ ১৯৮৪ এর প্রদত্ত ক্ষমতাবলে সরকার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কর্তৃক বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল টি-২০) খেলাসমূহ দেশে-বিদেশে সরাসরি টেলিভিশনে
সম্প্রচারের লক্ষ্যে মেসার্স রিয়েল ইম্প্যাক্ট প্রাইভেট লিমিডেট, ইন্ডিয়াকে টিভি প্রোডাকশন খরচ বাবদ (কর, ভ্যাট, ও অন্যান্য আনুষঙ্গিক শুল্কাদি বাদে) প্রদেয় ১০ লাখ ৩৬ হাজার ৩৪ মার্কিন ডলারের উপর আরোপীয় সকল প্রকার আয়কর প্রদান করা হলো।
তবে এ সুবিধা পেতে কর অব্যাহতিপ্রাপ্ত অর্থ সরাসরি টেলিভিশনে সম্প্রচারের লক্ষ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রোডাকশন খরচের বিল পরিশোধে ব্যয় করতে হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।