মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দীর্ঘ দিন ধরে ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কার্যালয়। তবে স্থানান্তরিত করা হচ্ছে বিসিবির অফিস। পূর্বাচলে শেখ হাসিনা স্টেডিয়াম হবে বিসিবির নতুন ঠিকানা।
আশি নব্বয়ের দশকে বিসিবির অফিস ছিল বঙ্গবন্ধু স্টেডিয়ামে। এরপর বিসিবির অফিস গুলশানের নাভানা টাওয়ারে স্থানান্তরিত করা হয়। ২০০৭ সালে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে নেওয়া হয় বিসিবির অফিস।
তবে রাজধানীর পূর্বাচলে ৩৭.৪৯ একর জমি পেয়েছে বিসিবি। ওই জায়গাটি সরকারের কাছ থেকে ১০ লাখ টাকা (টোকেন মানি) দিয়ে পায় বিসিবি। সেখানে তিন বছরে মধ্যে নির্মাণ করা হবে শেখ হাসিনা স্টেডিয়াম। পুরো স্টেডিয়ামের কাজ করা হবে বিসিবির নিজ খরচে। নৌকা আকৃতির অত্যধনিক ওই স্টেডিয়ামে দর্শক ধারণক্ষমতা কমপক্ষে ৫০ হাজার।
তবে এখনই বিসিবির অফিস পূর্বাচলে স্থানান্তরিত করা হচ্ছে না। আগামী ২০২২ সালে নতুন ঠিকানায় যাবে বাংলাদেশ সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা।
এ বিষয়ে বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহবুবুল আনাম বলেন, সকলের আশা থাকবে বিসিবির পূর্ণাঙ্গ অফিস ঐখানে স্থানান্তরিত হবে। তবে মিরপুরে বিসিবির অফিসের যে স্থাপনা থেকে যাবে সেগুলা খেলা পরিচালনার জন্য ব্যবহার করা হবে।