রাজধানীর বানানীর এফআর টাওয়ারের অগ্নিকাণ্ডে নিহত ক্রিকেটার নাহিদুল ইসলাম তুষারের দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৯ মার্চ) টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় নিজ বাড়িতে তার মরদেহ দাফন করা হয়। এদিকে তার মৃত্যুতে এলাকায় শোকের মাতম নেমে এসেছে।
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ভানুয়াবহ গ্রামের এছাক আলীর ছেলে নিহত তুষার। তিনি এফআর টাওয়ারের ১৪ তলায় একটি ট্রাভেল এজেন্সিতে কর্মরত ছিলেন।
নিহত তুষারের পরিবারের সদস্য স্পোর্টস মেইল২৪-এর প্রতিবেদককে জানান, নিহত তুষার মাস্টার্স পাস করার পর ওই ট্রাভেল এজেন্সিতে চাকরি জীবন শুরু করেন। তিনি গত চার বছর ধরে প্রতিষ্ঠানটিতে কাজ করছিলেন তিনি।
তারা আরও জানান, ট্রাভেল এজেন্সিটি ১৪ তলায় থাকলে গতকাল (বৃহস্পতিবার) ৯ তলার অগ্নিকাণ্ডে তিনি মারা যান। পরে তার মরদেহ কুর্মিটোলা জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়।
পরিচয় শনাক্ত হওয়ার পর গতকাল (বৃহস্পতিবার) রাতেই নিহত তুষারের মরদেহ ভানুয়াবহ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। এ সময় তার বাড়িতে শতাধিক মানুষ ভীড় জমান। সৃষ্টি হয় এক হৃদয়বিদায়ক পরিবেশ।
আজ শুক্রবার (২৯ মার্চ) সকাল ১০টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তুষারের মরদেহ দাফন হয়েছে।
তুষারের নিহত হওয়ায় খবরে তার রুহের মাগফিরাত কামনা করে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা একাব্বর হোসেন এমপি।
ফরমান শেখ, টাঙ্গাইল