ক্রিকেট নিয়ে পাড়ায় তর্ক-বিতর্ক, ঝগড়া এমনকী মারামারি হওয়া অস্বাভাবিক কিছু নয়। ছুটির দিনে পাড়ার মোড়ে গলি ক্রিকেট যারা খেলেছেন, তারা নিশ্চয়ই বোঝেন এই খেলার উন্মাদনা ঠিক কতটা।
তবে এই ধরনের খেলায় প্রায়শই যেটা হয়ে থাকে তা হল আউট নিয়ে সমস্যা। কোনো আউটের সিদ্ধান্ত নিয়ে খেলা ভেস্তে যাওয়াটাও এই ধরনের ক্রিকেটে নিয়মিত ঘটে থাকে। এ রকমই এক বিতর্কিত আউট নিয়ে আইসিসির দ্বারস্থ হলো পাকিস্তানের খুদে ক্রিকেটাররা।
এই বিতর্কিত আউট নিয়ে দুই পক্ষ যখন সমঝোতায় আসতে পারেনি; তখন স্টাম্পের ছবি তুলে খুদে ক্রিকেটাররা বিশ্ব ক্রিকেটের প্রধান নিয়ন্ত্রক সংস্থা আইসিসির উদ্দেশ্যে টুইট করে। সেই ছবিতে দেখা যাচ্ছে, তিনটি উইকেটের মিডল উইকেটটি পড়ে আছে মাটিতে।
কিন্তু আশ্চর্যজনকভাবে বেল পড়েনি! দুটি বেল কোনো অদৃশ্য সংযোগে যেন যুক্ত হয়ে গেছে! এই নিয়েই সমস্যায় পড়েছিল ওই খুদেরা। তাই তারা দ্বারস্থ হয়েছিল আইসিসির।
ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা প্রথমে ছবিটি পোস্ট করে লিখে, 'বলুন তো এটা আউট নাকি নট আউট?' সোশ্যাল সাইট ইউজাররা নানারকম মন্তব্য করেন সেই টুইটে। তবে অধিকাংশের মতে এটি নট আউট। কারণ বেল পড়েনি। কিছু পরেই আইসিসি টুইট করে জানিয়ে দেয়, এটি আসলে আউট।
..... and its's OUT
— ICC (@ICC) March 24, 2019
Find out why https://t.co/JSz4Nxj4Ts
Tough luck to the batter (if you can say that having your middle peg knocked out!) pic.twitter.com/gjUyVHG2TO
আইসিসি রুল ২৯.১.১ অনুসারে কোনো উইকেট যদি ভূপতিত হয়, সে ক্ষেত্রে বেল অক্ষত থাকলেও ব্যাটসম্যান আউট হবে। এর আগেও এমন পাড়ার বিবাদ মিটিয়েছে আইসিসি; তবে এগুলো খুব বিরল।