নিউজিল্যান্ডের বর্ষসেরা ক্রিকেটারের পদক জিতলেন দেশটির অধিনায়ক কেন উইলিয়ামসন। বর্ষসেরা টেস্ট খেলোয়াড় ও স্যার রিচার্ড হ্যাডলি পদকও জিতেছেন তিনি।
এছাড়া পুরুষ বিভাগে টেস্ট-ওয়ানডে-টি-২০র সেরা ব্যাটসম্যান-বোলারের পুরস্কার জিতেছেন যথাক্রমে রস টেইলর-ট্রেন্ট বোল্ট-কলিন মুনরো। ২০১৮ সালের পারফরমেন্সের ভিত্তিতে আজ (বৃহস্পতিবার) অকল্যান্ডে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) আয়োজিত এ্যাওয়ার্ড নাইটে তাদের হাতে এ পদক তুলে দেয়া হয়।
অনুষ্ঠানের শুরু গেল সপ্তাহে ক্রাইস্টচার্চে সন্ত্রাসী হামলায় নিহত-আহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এ হামলায় ৫০ ব্যক্তি নিহত ও বহু লোক আহত হয়।
গেল বছর টেস্টে ৭ ম্যাচে ২টি সেঞ্চুরি ও ৩টি হাফ-সেঞ্চুরিতে ৬৫১ রান করেছেন উইলিয়ামসন। যার স্বীকৃতি হিসেবে বর্ষসেরা খেলোয়াড়ের সেরা পুরস্কার লাভ করেন তিনি।
এক দিনের আন্তর্জাতিক ম্যাচে ৮৪ গড়ে ৭৫৯ রান করেত বর্ষসেরা ওয়ানডে খেলোয়াড় নির্বাচিত হন টেইলর। টি-২০ ফরম্যাটের সেরা খেলোয়াড় হয়েছেন কলিন মুনরো। এছাড়া প্রথম শ্রেণির ক্রিকেটে ৩৫ উইকেট নিয়ে সেরা হলেন পেসার বোল্ট।
মহিলা ক্রিকেটে সেরা ওয়ানডে খেলোয়াড় নির্বাচিত হন মেলিয়া কার। টি-২০ সেরা হন সোফি ডিভাইন।