সাব্বিরের শাস্তি থেকে সবাইকে শিক্ষা নিতে হবে : মাশরাফি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৪৪ পিএম, ০৩ জানুয়ারি ২০১৮
সাব্বিরের শাস্তি থেকে সবাইকে শিক্ষা নিতে হবে : মাশরাফি

বছরের প্রথম দিনেই বড় শাস্তি পেয়েছেন জাতীয় দলের হার্ড হিটার ব্যাটসম্যান সাব্বির রহমান। দেশের ক্রীড়াঙ্গনে এ মুহূর্তে এটি সবচেয়ে আলোচিত ঘটনা। তবে যা হয়ে গেছে তা নিয়ে আটকে থাকতে চান না ওয়ানডে দলনেতা মাশরাফি। তিনি বলেন, ‌‌‘সাব্বিরের শাস্তি থেকে সবাই শিক্ষা নেবে, যাতে একই ভুল বারবার না হয়।’

মঙ্গলবার বিসিবি একাডেমি মাঠে সংবাদমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন মাশরাফি। তিনি বলেন, ‘বিসিবির অধীনে আমরা সবাই। এটা মেনে নেওয়া আমাদের সবার দায়িত্ব। আমাদের সবাই অনুসরণ করে। তরুণ খেলোয়াড় যারা উঠে আসছে, অনূর্ধ্ব-১৫, ১৭, ১৯ যারা খেলছে, তারাও আমাদের অনুসরণ করে। শুধু মাঠে নয়, মাঠের বাইরের কাজগুলো ঠিকঠাক করাও আমাদের দায়িত্ব।’

সাব্বিরের প্রসঙ্গ টেনে মাশরাফি বলেন, ‘সামনে যেন আমরা এমন ভুল না করি। শুধু সাব্বিরের যে শাস্তি হয়েছে, এটা আর কারও যেন না হয়, সেদিকে সতর্ক থাকতে হবে ‘

তিনি আরও বলেন, ‘আমাদের কাজ ঠিকঠাক অনুশীলন করা ও ভালো খেলা। যেহেতু আমাদের সবাই অনুসরণ করে, আমাদের নিশ্চিত করতে হবে, মাঠের বাইরের কাজগুলো যেন ঠিকঠাকভাবে করি। এটা শুধু খেলা নয়, জীবনের অনেক বড় অংশ।’

উল্লেখ্য, জাতীয় লিগের শেষ রাউন্ডে এক কিশোর দর্শককে মারধর, ম্যাচ অফিশিয়ালদের সঙ্গে অশোভন আচরণ ও ম্যাচ চলার সময় নিয়মবহির্ভূত মুঠোফোন ব্যবহার করায় সাব্বিরকে বড় শাস্তির সুপারিশ করেছে বিসিবি। শাস্তির মধ্যে রয়েছে- বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ, ২০ লাখ টাকা জরিমানা এবং আগামী ছয় মাস ঘরোয়া ক্রিকেটে নিষেধাজ্ঞার আওতায় থাকবে সাব্বির।


বিষয়ঃ

শেয়ার করুন :