বিয়ের পিঁড়িতে ‘বসছেন’ মোস্তাফিজ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:২৩ এএম, ২১ মার্চ ২০১৯
বিয়ের পিঁড়িতে ‘বসছেন’ মোস্তাফিজ

মাত্রই গেলো সপ্তাহে ঘরোয়া ভাবে বিয়েবন্ধনে আবদ্ধ হলেন সাব্বির রহমান। এবার বাংলাদেশ ক্রিকেট দলের আরেক সদস্য মোস্তাফিজুর রহমানও একই পথে হাঁটতে যাচ্ছেন।

শুক্রবার (২২ মার্চ) বাদ জুমা হতে পারে এই বিয়ে, এমনটাই জানিয়েছে কাটার মাস্টার মোস্তাফিজের পারিবারিক সূত্র। প্রথমে বিয়ের ব্যাপারে কথা বলতে কিছুটা অস্বীকৃতি জানালেও, পরে সূত্র থেকে জানা যায়, আগামীকাল জুমার নামাজের পর মেয়ের বাড়িতে যাবেন মোস্তাফিজের পরিবার।

সেখানেই একেবারেই ঘরোয়া পরিবেশে বিবাহের কাজ সম্পন্ন হবে। আরও ৩ থেকে ৪ মাস পর হবে বিবাহ পরবর্তী সংবর্ধ্বনা অনুষ্ঠান।

সূত্রটি জানায়, পাত্রীর বাড়িও মোস্তাফিজের বাড়ি সাতক্ষিরাতেই। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্রী।

২০১৫ সালে বাংলাদেশের জার্সিতে অভিষেক হওয়ার পর এখন পর্যন্ত ৪৩ ওয়ানডে, ১৩টি টেস্ট ও ৩০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন এই বাঁহাতি পেসার।



শেয়ার করুন :


আরও পড়ুন

নিজেকে নিয়ে আত্মবিশ্বাসী বাটলার

নিজেকে নিয়ে আত্মবিশ্বাসী বাটলার

সাইফ-ফরহাদে দোলেশ্বর জয়

সাইফ-ফরহাদে দোলেশ্বর জয়

মাঠে ক্রিকেটারের মৃত্যু

মাঠে ক্রিকেটারের মৃত্যু

নিউজিল্যান্ড কোচ ফ্লেমিংয়ের পদত্যাগ

নিউজিল্যান্ড কোচ ফ্লেমিংয়ের পদত্যাগ