সাইফ-ফরহাদে দোলেশ্বর জয়

সাইফুল ইসলাম সানী সাইফুল ইসলাম সানী প্রকাশিত: ০৪:৪৮ পিএম, ২০ মার্চ ২০১৯
সাইফ-ফরহাদে দোলেশ্বর জয়

ফাইল ছবি

গাজী গ্রুপ ক্রিকেটারস বিপক্ষে সাইফ হাসানের দুর্দান্ত ব্যাটিং ও ফরহাদ রেজার বোলিং তোপে তৃতীয় জয় পেয়েছে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। গাজীর বিপক্ষে ৬ উকেটে জয় পায় দোলেশ্বর।

বুধবার শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় দোলেশ্বর। ব্যাটিংয়ে নেমে শুরুতে হুচট খায় গাজী। ৪৯ রানেই ফিরে যান ক্রিকেটার। মাইশুকুর রহমান (১২), মেহেদি হাসান (১), রনি তালুকদার (১৭) ও ইমরুল কায়েস (১৪) এ দিন ব্যাটিংয়ে ব্যার্থ হন।

শামসুর রহমান ও পারভেজ রাসূল জুটি গড়নে। তবে পারভেজ রসূল ৬৭ রানে আউট হওয়ার পর বাকীয় ব্যাটসম্যানরা আসা যাওয়ার মধ্যে ছিল। কিন্তু শামসুর রহমান এক পাশ আগলে রেখে, দলের রানের খাতা সচল রাখার চেষ্টা করেন।

তবে শামসুরকে সঙ্গ দেওয়ার মতো কেউ না থাকায় ৭ উইকেট ইতোমধ্যেই আউট হয়ে যায়। পরে শামসুর ৪৫ রানে সাজঘরে ফিরেন। ফলে ফের বিপাকে পড়ে গাজী। তবে ল’অর্ডার ব্যাটসম্যান আবু হায়দার ‍গুরুত্বপূর্ণ
২৯ রান করে। ফলে ২৩০ রানে তাদের ইনিংস থাকে।

দোলেশ্বর হয়ে ফরহাদ রেজা ৫ উইকেট পান। এছাড়া, সৈকত আলী ৩ এবং আরাফাত সানি ২ উইকেট নেন।

সহজ লক্ষ্য তাড়া করতে নেমে দোলেশ্বর শুরু ধাক্কা খেলেও পরক্ষণে তা সামলে নেন সাইফ হাসান। দোলেশ্বরের ১৬ রানের সময় প্রথম উইকেট হারায়। তবে সাইফ হাসান (১০২), ফরহাদ হাসান (১৯), মার্শাল আয়ূবের (৩২) দুর্দান্ত ব্যাটিংয়ে জয় পায় দোলেশ্বর।

গাজীর হয়ে কামরুল হাসান রাব্বি ২ উইকেট নেন। এছাড়া পারভেজ রাসূল ও মেহেদি হাসান একটি করে উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর:

গাজী গ্রুপ ক্রিকেটারস : ৫০ ওভারে ২৩০ (মাইশূকুর রহমনা ১২, মেহেদি হাসান ১, রনি তালুকদার ১৭, ইমরুল কায়েস ১৪, শামসুর রহমান ৪৫, পারভেজ রাসূল ৬৭, তৌহিদ তারেক ১, রামসূল ইসলাম ১, আবু হায়দার ২৯, নাসুম খান ১৯, কামরুল হাসান রাব্বি ১১*; ফরহাদ রেজা ৫/৪০, সৈকত আলী ৩/ ৩২, আরাফাত সানি ৫১/২

প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব: সাইফ হাসান ১০২, সৈকত আলী ৯, ফরহাদ হোসাইন ১৯, মার্শাল আয়ূব ৩২, সাদ নাছিম ১৭*, ফরহাদ রেজা ০*; কামরুল হাসান রাব্বি ২/২৯, পারভেজ রাসূল ১/ ৪৩, মেহেদি হাসান ১/২৯

ম্যান অব দা ম্যাচ: সাইফ হাসান



শেয়ার করুন :


আরও পড়ুন

আবাহনীর জয় রথ অব্যাহত

আবাহনীর জয় রথ অব্যাহত

মোহামেডানকে হারিয়ে রূপগঞ্জের দুর্দান্ত জয়

মোহামেডানকে হারিয়ে রূপগঞ্জের দুর্দান্ত জয়

ইনজুরির কবলে সাইফউদ্দিন

ইনজুরির কবলে সাইফউদ্দিন

প্রথম জয়ের দেখা পেল শেখ জামাল

প্রথম জয়ের দেখা পেল শেখ জামাল