ভারতে একটি ক্লাবের অনুশীলন ম্যাচে সোনু যাদব (২২) নামে ক্রিকেটারের মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার বালিগঞ্জ স্পোর্টিং ক্লাবের এক অনুশীলন ম্যাচে ওই ক্রিকেটারের মৃত্যু হয়।
নিহত ক্রিকেটারদের সতীর্থদের সূত্রে জানা গেছে, বুধবার সকালে দলের সাথে অনুশীলন করছিলেন সোনু যাদব। এসময় তিনি অসুস্থ বোধ করেন। পরে তিনি মাঠে পাশে বিশ্রাম নেন। এরপর তার অবস্থা আরও অবনতি হলে সতীর্থরা তাকে মোটরসাইকেল যোগে নিকটবর্তী একটি ক্লিনিকে নেয়। পরে দায়িত্বরত চিকিৎসক উন্নতি চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করেন।
পরে হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক ওই ক্রিকেটারকে মৃত ঘোষণা করেন। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে স্টোকে তিনি মারা গেছেন।
এক ক্রিকেটার বলেন, মাঠে কোনও ধরনের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা ছিল না। সিএবিতে নিয়ে যাওয়ার পরে সেখান থেকে অ্যাম্বুলেন্স পাওয়া যায়। তার পর হাসপাতালে নিয়ে যাওয়া হয় সোনুকে।”