মেলবোর্ন স্টার্সের কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক স্টিফেন ফ্লেমিং। বিগ ব্যাশ ফ্র্যাঞ্জাইজি স্টার্স কর্তৃপক্ষ বুধবার জানিয়েছে, ম্যাক্সওয়েলদের সাথে চুক্তি বাড়াতে চান না ফ্লেমিং।
বিগ ব্যাশের চার মৌসুমে মেলবোর্ন স্টার্সের দায়িত্বে ছিলেন ফ্লেমিং। তাঁর অধীনে টুর্নামেন্টে দুইবার ফাইনাল খেলেছিল দলটি। ২০১৫-১৬ মৌসুমে দায়িত্ব নিয়েই স্টার্সকে ফাইনালে নিয়ে যান তিনি। কিন্তু শিরোপার স্বাদ পায়নি।
এরপরের আসরে সেমিফাইনালে বাদ পড়ে যায় তাঁর দল। ২০১৭-১৮ মৌসুমে একেবারেই বাজে পারফর্মেন্স করেছিল মেলবোর্ন স্টার্স। পয়েন্ট টেবিলে সবার নিচে থেকে টুর্নামেন্ট শেষ করেছিল তারা। তবে গত আসরে আবার ধরে দাঁড়ায় দলটি এবং ফ্লেমিংয়ের অধীনে ফাইনাল খেলে দ্বিতীয়বারের মতো।
শিরোপার স্বাদ না পাওয়া ফ্লেমিং এবার অন্য কাউকে দায়িত্ব দিতে চান দলটির। তবে তাঁর বিশ্বাস যে কারো অধীনে ভালো করার সামর্থ্য রাখে বর্তমান স্টার্সরা। ফ্লেমিংয়ের ভাষায়,
'আমি উপলব্ধি করছি সরে দাঁড়ানোর এটাই সঠিক সময় এবং অন্য কাউকে হাল ধরার সুযোগ দেয়া এবং ক্লাবকে সামনে এগিয়ে যেতে সাহায্য করা। ভালো একটি অবস্থায় আছে ক্লাবটি,
যেহেতু বিবিএল০৭ য়ের পর এবার তারা ফাইনাল খেলেছে। যদিও আমরা শিরোপা জিততে পারিনি তবে আমি বিশ্বাস করি এই দলটি আগামী মৌসুমে ভালো ফলাফল বয়ে আনবে,' বলেছেন ফ্লেমিং।
কোচের দায়িত্ব ছাড়লেও স্টার্সের 'ইন্টারন্যাশনাল ট্যালেন্ট আডভাইসর' হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। বর্তমানে তিনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) চেন্নাই সুপার কিংসের কোচের দায়িত্বে আছেন তিনি।