বিপিএলের ফাইনালে ইনজুরির পর নিউজিল্যান্ড সফর থেকে ছিটকে যান বাংলাদেশের টেস্ট ও টি-২০ অধিনায়ক সাকিব আল হাসান। সিরিজে না খেলতে পারলেও নিজেকে ফিট রাখার জন্য প্রতিনিয়ত অনুশীলন করে যাচ্ছেন তিনি।
মঙ্গলবার দুপুর গড়ানোর আগেই মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনেকটা সময় ঘাম ঝরালেন সাকিব। এসময় জাতীয় দলের সহকারী ট্রেইনার ইফতেখারুল ইসলাম ইফতি তাকে সহায়তা করেন। দলের ফিজিও মারিও ভিল্লাভারায়েনের অনুপস্থিতিতে মূলত ইফতিই হয়ে যান প্রধান ট্রেইনার।
মিরুপুরের ২২ গজে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে ব্যাটিং করছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। এ ক্লাবের হয়ে অতীতে খেলেছেন সাকিব। কিন্তু আজ তাকে বাউন্ডারি সীমানার বাইরে দাঁড়িয়ে শর্ট রানিং, স্ট্রেচিং এবং হালকা ওয়ার্মআপ করেই সন্তুষ্ট থাকতে হয়েছে।
প্রিমিয়ারে খেলার সুযোগ না পেলেও সামনে রয়েছে সাকিবের ব্যস্ত সূচি। আগামী ২৩ মার্চ থেকে শুরু হবে আইপিএল, যেখানে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে মাঠ মাতানোর কথা রয়েছে সাকিবের। শুনা যাচ্ছে বৃহস্পতিবার তিনি আইপিএল খেলতে ভারতে যেতে পারেন।