নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদ আল নূরে নারকীয় হত্যাযজ্ঞের ঘটনায় অল্পের জন্য রক্ষা পাওয়ায় শুকরিয়া আদায়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয়োজনে সোমবার দুপুরে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামস্থ বিসিবি অফিসে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে বাংলাদেশে ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান. জালাল ইউনুস, পরিচালক ও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান, নিউজিল্যান্ড সফরে দায়িত্বে থাকা বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাসুদ পাইলটসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
এছাড়া ক্রিকেটারদের মধ্যে মাশরাফি বিন মুর্তজা, মাহমুদউল্লাহ রিয়াদ, তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও তাইজুল ইসলামকের দোয়া মাহফিলে অংশ গ্রহণ করতে দেখা গেছে।
দোয়া মাহফিল শেষে বিসিরি সভাপতি নাজমুল হাসান পাপন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, যদি কখনো আমরা কোন দেশে সফরে যাওয়ার আগে মনে করি সে দেশের নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট নয়, তাহলে আমদের এখান থেকে তাহলে ব্যবস্থা নিতে হবে। দরকার হলে এখান থেকে লোক পাঠাতে হবে।
তবে আসন্ন আয়ারল্যান্ড সফরে কি বাংলাদেশে আগে পর্যবেক্ষণ পাঠাবে, এমন প্রশ্নে পাপন বলেন, না, আপাতত পর্যবেক্ষ পাঠানো বিষয়টি এখন আমাদের মাথায় নেই। যে কোন দেশে যাওয়ার আগে এখনে থেকে আমরা সেদেশের নিরাপত্তার পরিকল্পনা আগে চেয়ে পাঠাবো। সেই দেশের নিরাপত্তা পরিকল্পনার ঠিক মতো নিশ্চিত হচ্ছে কিনা, সেটা জানার জন্য হয়তো আমরা কাউকে তখন পাঠাবো।
ক্রাইস্টচার্চে মসজিদ আল নূরে সন্ত্রাসী হামলায় ৫০ জন নিহত হয়েছেন। তবে আল্লাহর অশেষ রহমতে ওই ঘটনায় আক্রান্ত হওয়া থেকে বেঁচে যান বাংলাদেশ দলের ক্রিকেটাররা।
যারা ওই সময় জুমার নামাজ আদায় করতে ওই মসজিদে যাচ্ছিলেন। তাদের মধ্যে তামিম, মুশফিক, রিয়াদসহ মোট ১৭ জন ছিলেন।