ক্রিকেটারদের মানসিক কাউন্সেলিংয়ের পরিকল্পনা বিসিবির

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৪:৫৬ পিএম, ১৮ মার্চ ২০১৯
ক্রিকেটারদের মানসিক কাউন্সেলিংয়ের পরিকল্পনা বিসিবির

ছবি: স্পোর্টস মেইল২৪

নিউজিল্যান্ড সফরে বাংলাদেশের ক্রিকেটার যে হত্যাযজ্ঞের মুখোমুখি হয়েছিল, তা সহজেই ভুলার নয়। তামিম তো দেশে ফিরে জানিয়েও ছিলেন, সারা জীবনে এ ঘটনা ভুলবেন না তারা। ক্রিকেটাররা কতটা মানসিক ভীতিতে রয়েছেন তা বুঝতে হয়তো মনোবিদ হওয়ার প্রয়োজন নেই। যে কেউ এটি আঁচ করতে পারছেন। 

বিশ্বকাপকে সামনে রেখে এবং নিউজিল্যান্ড সফরে সেই অনাকাঙ্খিত ঘটনা ক্রিকেটারদের মন থেকে দূরে রেখে পুরো দমে মাঠে ফেরানোর জন্য বিসিবি পরিকল্পনা করছে। এরই অংশ হিসেবে ক্রিকেটারদের নিয়ে মানসিক কাউন্সেলিংয়ের কথা জানালেন বিসিবি সভাপতি।

সোমবার বিকেলে বিসিবি অফিসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘মানসিক কাউন্সেলিংয়ের বিষয়টি আমরা নিজেরাই চিন্তা ভাবনা করছি। এ বিষয়ে আমাদের অবজারভেশ আছে। শুধু নিউজিল্যান্ডের বিষয়টা, তা নয়। সামনে যেহেতু বিশ্বকাপ আছে, তাই ওভারঅল আমরা চিন্তা করছি একজন মনোবিদ আনার। ক্রিকেটারা যদি সেই মনোবিদের সাথে সময় কাটায়, তাহলে আমাদের ক্রিকেটারদের জন্যই ভালো হবে।’

বাংলাদেশের ক্রিকেটারদের নিরাপত্তা বিষয়ে পাপন বলেন, ‘আগে আমরা নিরাপত্তার বিষয়টি আয়োজক দেশের উপর ছেড়ে দিলাম। এখন আর আমরা ওদের উপরে ছাড়বো না। আমরা যে দেশে যাব আগে সে দেশের নিরাপত্তা বিষয়ে তদরকি ও আলাপ আলাচনা করবো। আশা করি আগের চেয়ে এখন নিরাপত্তা আরো ভালো হবে।’

তিনি আরও বলেন, ‘যদি কখনো আমরা কোন দেশে সফরে যাওয়ার আগে মনে করি সে দেশের নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট নয়, তাহলে আমদের এখান থেকে ব্যবস্থা নিতে হবে। দরকার হলে এখান থেকে লোক পাঠানো হবে।’

তবে আসন্ন আয়ারল্যান্ড সফরে কি বাংলাদেশে আগে নিরাপত্তা পর্যবেক্ষণ পাঠাবে, এমন প্রশ্নে পাপন বলেন, না, ‘আপাতত পর্যবেক্ষ পাঠানো বিষয়টি এখন আমাদের মাথায় নেই। যে কোন দেশে যাওয়ার আগে এখনে থেকে আমরা সেদেশের নিরাপত্তার পরিকল্পনা আগে চেয়ে পাঠাবো। সেই দেশের নিরাপত্তা পরিকল্পনার ঠিক মতো নিশ্চিত হচ্ছে কিনা, সেটা জানার জন্য হয়তো আমরা কাউকে তখন পাঠাবো।’



শেয়ার করুন :


আরও পড়ুন

সারা রাত আমরা কেউ ঘুমাতে পারিনি : মাহমুদউল্লাহ

সারা রাত আমরা কেউ ঘুমাতে পারিনি : মাহমুদউল্লাহ

নিউজিল্যান্ডের হামলায় বিশ্ব ক্রিকেটারদের উদ্বেগ প্রকাশ

নিউজিল্যান্ডের হামলায় বিশ্ব ক্রিকেটারদের উদ্বেগ প্রকাশ

নিরাপদে থাকুক বাংলাদেশ দল: কোহলি

নিরাপদে থাকুক বাংলাদেশ দল: কোহলি

বিদেশে ক্রিকেট দল পাঠানোর আগে নিরাপত্তা নিশ্চিত করতে হবে : প্রধানমন্ত্রী

বিদেশে ক্রিকেট দল পাঠানোর আগে নিরাপত্তা নিশ্চিত করতে হবে : প্রধানমন্ত্রী