বিদেশি ক্রিকেটারদের পাকিস্তানে খেলতে আগ্রহ বাড়ছে : আইসিসি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:১১ পিএম, ১৮ মার্চ ২০১৯
বিদেশি ক্রিকেটারদের পাকিস্তানে খেলতে আগ্রহ বাড়ছে : আইসিসি

আইসিসির সিইও ডেভিড রিচার্ডসন বলেছেন, বিদেশি ক্রিকেটারদের পাকিস্তানে খেলতে আগ্রহ বাড়ছে। পাকিস্তান ভালো কাজ করে যাচ্ছে, ফলে বিদেশি ক্রিকেটাররা সাচ্ছন্দ্যবোধ করছে। তিনি পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনাল খেলা দেখতে গিয়ে এসব কথা বলেন।

ডেভিড রিচার্ডসন বলেন, নিরাপত্তা বিষয়টি যাচাই করার জন্য অস্ট্রেলিয়াসহ কয়েকটি দেশের নিরাপত্তা বিষয়ক পর্যবেক্ষরা পাকিস্তানের ম্যাচ দেখতে এসেছিল। আমি মনে করি আস্তে আস্তে পাকিস্তানে পুরোদমে আন্তার্জাতিক ম্যাচ শুরু হবে। আর এর পূর্ণ সমর্থ থাকবে আইসিসির।

২০০৯ সালে পাকিস্তানে খেলতে যায় শ্রীলঙ্কা ক্রিকটে দল। লাহোরে হোটেল থেকে গাদাফি স্টেডিয়ামে ম্যাচের জন্য কয়েকটি বাসে করে রওয়ানা হয় সফরকারী শ্রীলঙ্কান দল এবং ম্যাচ পরিচালনার জন্য বিদেশ থেকে লোকজন। এসময় ১২ জন বন্দুকধারী ঐ ক্রিকেট কনভয়ের জন্য ওঁত পেতে ছিলো। গাদাফি ক্রিকেট স্টেডিয়ামের কাছে মোড়ে গাড়িগুলো পৌঁছুনোর সাথে সাথে গুলি করে জঙ্গিররা।

এর ঘটনার পর দেশে পাকিস্তানে দিকে মুখ ফিরিয়ে নেয় টেস্ট খেলুড়ে দেশগুলো। তবে গত বছর লাহরো সফল ভাবে পাকিস্তান-আইসিসি বেস্ট ইলেভেনের খেলা অনুষ্ঠিত হয়। পরে ২০১৮ সালে পাকিস্তানে শ্রীলঙ্কার বিপক্ষে একটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হয়। ২০১৫ সালে জিম্বাবুয়ে দল লাহোরে পাঁচটি ম্যাচ খেলে। গেল বছর এপ্রিলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাকিস্তান টি-টোয়েন্টির তিন ম্যাচ সিরিজ খেলে করাচিতে।

তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডে (পিসিবি) চেয়ারম্যান হিসেবে এহসান মানি যোগদান করার পর থেকেই দেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে বিভিন্ন দেশে ধরনা দিচ্ছেন। কিন্তু ১০ বছর আগের সেই ক্ষত যখন শুকিয়ে যাচ্ছিলো, তখনই চলতি বছর বড় ধাক্কা খায় পাকিস্তান।

পাকিস্তানের মাটিতে এ বছরের মার্চে অস্ট্রেলিয়ার ৫টি ওয়ানডে ম্যাচ খেলার কথা ছিল। কিন্তু নিরাপত্তার অজুহাতে অস্ট্রেলিয়ার সফর বাতিল করে। ফলে পিসিবি দক্ষিণ আফ্রিকাকে পাকিস্তানের মাটিতে যে সিরিজ খেলার জন্য রাজি করিয়েছিল, সেটাও হয়তো ঝুঁলে গেছে।

আইসিসির সিইও আরো বলেন, আমরা পাকিস্তানকে সমর্থ করার চেষ্টা করে আসছি যে এদেশে আন্তর্জাতিক ম্যাচ হয়। আমি মনে করি সবাই একমত হবেন, পাকিস্তানের করাচিতে সফল ভাবে পিএসএল ফাইনাল আয়োজন করায় মাধ্যমে আশা করি বিদেশি ক্রিকেটারা ফের পাকিস্তানের খেলার আগ্রহ প্রকাশ করবে।



শেয়ার করুন :


আরও পড়ুন

দশ বছরেও পাকিস্তান ঘরে ফিরাতে পারেনি ক্রিকেট

দশ বছরেও পাকিস্তান ঘরে ফিরাতে পারেনি ক্রিকেট

দেশের মাটিতে খেলা ফেরাতে তদবিরে ব্যস্ত পাকিস্তান

দেশের মাটিতে খেলা ফেরাতে তদবিরে ব্যস্ত পাকিস্তান

এবার পাকিস্তান সফর বাতিল করলো ক্যারিবিয় নারী অধিনায়ক

এবার পাকিস্তান সফর বাতিল করলো ক্যারিবিয় নারী অধিনায়ক

অবশেষে চ্যাম্পিয়নের স্বাদ পেল কোয়েটা গ্ল্যাডিয়েটরস

অবশেষে চ্যাম্পিয়নের স্বাদ পেল কোয়েটা গ্ল্যাডিয়েটরস