টাইগারদের জন্য বিসিবিতে দোয়ার আয়োজন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৫৫ এএম, ১৮ মার্চ ২০১৯
টাইগারদের জন্য বিসিবিতে দোয়ার আয়োজন

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদ আল নূরে নারকীয় হত্যাযজ্ঞের ঘটনায় অল্পের জন্য রক্ষা পাওয়ায় শুকরিয়া আদায়ে দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ সোমবার দুুপরে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামস্থ বিসিবি অফিসে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ওই ঘটনার পর সিরিজের তৃতীয় টেস্ট বাতিল ও বাংলাদেশের ক্রিকেটাররা দেশে ফেরত এসেছেন।

ক্রাইস্টচার্চে মসজিদ আল নূরে সন্ত্রাসী হামলায় ৫০ জন নিহত হয়েছেন। তবে আল্লাহর অশেষ রহমতে ওই ঘটনায় আক্রান্ত হওয়া থেকে বেঁচে যান বাংলাদেশ দলের ক্রিকেটাররা।

যারা ওই সময় জুমার নামাজ আদায় করতে ওই মসজিদে যাচ্ছিলেন। তাদের মধ্যে তামিম, মুশফিক, রিয়াদসহ মোট ১৭ জন ছিলেন।

ওই ঘটনার পর গত শনিবার রাতে নিরাপদে দেশে ফিরেছে জাতীয় ক্রিকেট দল। সন্ত্রাসী হামলার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নিরাপত্তা নিশ্চিত ছাড়া আর কোন দেশে বাংলাদেশ ক্রিকেট দলকে পাঠানো হবে না। এর আর বিসিবি প্রধানও এমন কথা বলেছেন।



শেয়ার করুন :


আরও পড়ুন

সারা রাত আমরা কেউ ঘুমাতে পারিনি : মাহমুদউল্লাহ

সারা রাত আমরা কেউ ঘুমাতে পারিনি : মাহমুদউল্লাহ

বিদেশে ক্রিকেট দল পাঠানোর আগে নিরাপত্তা নিশ্চিত করতে হবে : প্রধানমন্ত্রী

বিদেশে ক্রিকেট দল পাঠানোর আগে নিরাপত্তা নিশ্চিত করতে হবে : প্রধানমন্ত্রী

নিউজিল্যান্ডের হামলায় বিশ্ব ক্রিকেটারদের উদ্বেগ প্রকাশ

নিউজিল্যান্ডের হামলায় বিশ্ব ক্রিকেটারদের উদ্বেগ প্রকাশ

নিরাপদে থাকুক বাংলাদেশ দল: কোহলি

নিরাপদে থাকুক বাংলাদেশ দল: কোহলি