দেশে পৌঁছেছেন মাহমুদউল্লাহ-তামিমরা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৫৫ পিএম, ১৬ মার্চ ২০১৯
দেশে পৌঁছেছেন মাহমুদউল্লাহ-তামিমরা

ফাইল ছবি

সন্ত্রাসী হামলার পর দেশে ফিরেছেন বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরা। শনিবার রাত পৌনে ১১টার দিকে তাদের বহনকারী বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তারা।

এর আগে বাংলাদেশ সময় শনিবার ভোর ৫টায় সিঙ্গাপুর এয়ারলাইনসযোগে বাংলাদেশের উদ্দেশ্যে নিউজিল্যান্ড ত্যাগ করেন বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরা। দেশে ফিরে আসার তালিকায় ১৫ জন ক্রিকেটারসহ মোট ১৯ জন রয়েছেন।

বাংলাদেশ ক্রিকেট দলকে বিমানবন্দরে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, বিসিবি পরিচালক জালাল ইউনুস স্বাগত জানান। এছাড়া ক্রিকেটারদের স্বাগত জানাতে বিমানবন্দরের বাইরের সড়কে হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছেন।

এদিকে টাইগারদের দেশে ফেরা উপলক্ষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

শুক্রবার (১৫ মার্চ) নিউজিল্যান্ডে ক্রাইস্টচার্চের মসজিদে সন্ত্রাসী হামলার পর বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার তৃতীয় টেস্ট বাতিল করা হয়। এর পরই বাংলাদেশের ক্রিকেটারদের দ্রুত দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেয়া হয়।

বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন তাৎক্ষণিক জানান, সরকারের উচ্চ পর্যায়ের সঙ্গে যোগাযোগ করে ক্রিকেটারদের নিরাপত্তা নিশ্চিত করে দ্রুত দেশে ফেরিয়ে আনা হচ্ছে।

নিউজিল্যান্ডে যে দুটি মসজিদে হামলার ঘটনা ঘটেছে তার একটিতে নামাজ পড়তে গিয়েছিলেন বাংলাদেশের দলের তামিম-মুশফিকসহ কয়েকজন ক্রিকেটার।

বাংলাদেশের ক্রিকেটাররা মসজিদে প্রবেশের আগেই গোলাগুলির খবর পেয়ে তড়িঘড়ি নিরাপদে চলে আসেন তারা। যার ফলে অল্পের জন্য রক্ষা পান টাইগারারা। ওই ঘটনায় দুই বাংলাদেশিসহ ৪৯ জন নিহত হয়েছেন।



শেয়ার করুন :


আরও পড়ুন

মানসিক আঘাত থেকে বের হতে কিছুটা সময় লাগব : তামিম

মানসিক আঘাত থেকে বের হতে কিছুটা সময় লাগব : তামিম

ক্রাইস্টচার্চে নিহতদের স্মরণে পিএসএলে নীরবতা

ক্রাইস্টচার্চে নিহতদের স্মরণে পিএসএলে নীরবতা

নিরাপদে থাকুক বাংলাদেশ দল: কোহলি

নিরাপদে থাকুক বাংলাদেশ দল: কোহলি

হামলার সময় সাহায্যের জন্য সাংবাদিককে তামিমের ফোন

হামলার সময় সাহায্যের জন্য সাংবাদিককে তামিমের ফোন