ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি বলেছেন, দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবার সিরিজ জয়ের ক্ষমতা তার দলের আছে।
গতকাল এক সংবাদ সম্মেলনে কোহলি বলেন, ‘যে কোন কন্ডিশনে টেস্ট ম্যাচ জয়ের মত সঠিক ভারসাম্যপূর্ণ ব্যাটিং-বোলিং আক্রমণ আমাদের আছে।’
নিউল্যান্ডসে শুক্রবারের ম্যাচ দিয়ে তিন টেস্টের সিরিজ শুরু করবে ভারত।
নতুন ইতিহাস সৃষ্টির সুযোগ তার দলের সামনে হাতছানি দিচ্ছে- এমন মন্তব্যে পুলকিত কোহলি বলেন, ‘আমাদের জন্য বিষয়টি জয়ের, মাঠে উপস্থিত হয়ে ভালভাবে আমাদের দক্ষতার বাস্তবায়ন, নির্দিষ্ট কোন দেশের ইতিহাসের দিকে তাকানো নয়।
বর্তমান ১৭ সদস্যের দলে সর্বশেষ ২০১২-১৩ দক্ষিণ আফ্রিকা সফরের স্কোয়াডে থাকা ১৩ জনই ছিলেন উল্লেখ করে অধিনায়ক বলেন, ‘আমাদের অনেক খেলোয়াড় ইতোপূর্বে এখানে খেলেছেন। তবে বিষয়টি হচ্ছে- তখন আমরা কত সংখ্যক ম্যাচ খেলতাম আর এখন কতটা খেলছি। আমরা আমাদের ম্যাচগুলো সম্পর্কে অনেক বেশি বুঝতে পারি। আমাদের ব্যক্তিগত দক্ষতা সম্পর্কে দলগতভাবে আমাদের আত্মবিশ্বাস রয়েছে।’
সফরকারী দল হিসেবে তাদের টিম স্পিরিট অসাধারণ উল্লেখ করে কোহলি বলেন, ‘বিষয়টি বুদ্ধিমত্তা ও সচেতনতার এবং এটাই এক্সাইটমেন্ট এনে দেয়। খেলার সময়ে কি করতে হবে আমরা সেটা সঠিকভাবেই জানি। টেস্ট জিততে কি করা দরকার আমরা সেটা জানি।’
সিরিজ শুরুর আগে অনুশীলন ম্যাচ বাতিলের সিদ্ধান্ত সঠিক মন্তব্য করেন কোহলি।
তিনি বলেন, ‘ছেলেরা মাঠে নেমে দ্রুত হাফ সেঞ্চুরি করবে সুতরাং দুইটা দিন নস্ট করা কোন মানে নেই।’
পেস ও বাউন্সি উইকেটে তার দল দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলারদের সামনে চ্যালেঞ্জের মুখোমুখি হবে বলে ধারণা করছেন তিনি। তবে নিজেদের সক্ষমতা সম্পর্কে তারা আত্মবিশ্বাসী।
তিনি বলেন, ‘৫ জানুয়ারি আসুক আমরা প্রস্তুত।’
ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রি বলেন, ‘এই দলটি চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছে। চার বছর আগে জানতে চাইলে আমাকে ‘না’ বলতে হতো। তবে এই দলটি অনেক অভিজ্ঞতা অর্জন করেছে। এই দলটির সবচেয়ে সুন্দর বিষয় হচ্ছে- প্রতিপক্ষ কোন দল সেটা তাদের কাছে কোন বিষয় নয়। আমরা পিচ দেখতে এবং কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে চাই। প্রতিটি ম্যাচই হোম গেম।’
শাস্ত্রি আরো বলেন, ‘একটা প্রতিদ্বন্দিতাপূর্ণ সিরিজ হবে। আমি কেবলমাত্র এতটুকু নিশ্চিত করতে পারি- যত তাড়াতাড়ি সম্ভব আমরা এ ম্যাচটা শুরু করতে চাই।’