নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে সন্ত্রাসী হামলার পর বাংলাদেশ-নিউজিল্যান্ড টেস্ট সিরিজ বাতিল করা হয়েছে। সিরিজ বাতিল হওয়ায় এবার দ্রুত দেশে ফিরছেন টাইগার ক্রিকেটাররা। ইতোমধ্যে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়েরা দেশে ফেরার বিমান ধরেছেন।
বাংলাদেশ সময় শুক্রবার (১৫ মার্চ) ভোররাত ৩টার দিকে টাইগার ক্রিকেটাররা ক্রাইস্টচার্চ বিমানবন্দরে পৌঁছান। এরপর বাংলাদেশ সময় শনিবার ভোর ৫টায় সিঙ্গাপুর এয়ারলাইনসযোগে বাংলাদেশের উদ্দেশ্যে তারা নিউজিল্যান্ড ত্যাগ করেন। দেশে ফিরে আসার তালিকায় ১৫ জন ক্রিকেটারসহ মোট ১৯ জন রয়েছেন।
মোট ১৯ জন ফিরলেও কোচিং স্টাফদের কেউ কেউ দলের সঙ্গে ফিরছেন না। তাদের মধ্যে কেউ ওয়েস্ট ইন্ডিজ বা কেউ দক্ষিণ আফ্রিকায় যাবেন।
মসজিদে সন্ত্রাসী হামলা নিজ চোখে দেখা বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও উইকেটকিপার মুশফিকুর রহিম এক টুইট বার্তায় দেশে ফিরে আসায় শুকরিয়া প্রকাশ করেছেন। তিনি লিখেন, ‘আলহামদুলিল্লাহ, অবশেষে দেশে ফিরছি।’
এর আগে শুক্রবার ওই সন্ত্রাসী হামলার সময় তিনি বাসের ভেতর কাঁন্না করেছিলেন বলেও সংবাদ মাধ্যমে জানানো হয়। সুতরাং বলাই যায়, কতটা ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন তারা। আর হয়তো ৫ মিনিট আগে ওই মসজিদে পৌঁছালে বড় ধরনের দুর্ঘটনার সম্মুখিন হতো বাংলাদেশ তথা ক্রিকেট বিশ্ব।
Alhamdulillah finally going back home... pic.twitter.com/Iexh42kZbM
— Mushfiqur Rahim (@mushfiqur15) March 15, 2019
দেশে ফেরা বিষয়ে দলের সঙ্গে থাকা ম্যানেজার খালেদ মাসুদ সংবাদমাধ্যমকে বলেছেন, ‘শনিবার (স্থানীয় সময়) দুপুর ১২টায় (বাংলাদেশ সময় ভোর ৫টা) আমরা রওনা দেব। আশা করি ঢাকায় পৌঁছাব রাত ১০টা ৪০ মিনিটে।’
টাইগাররা দেশে ফেরার উদ্দেশে ক্রাইস্টচার্চ বিমানবন্দরে পৌঁছানোর একটি ভিডিও প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেখানে দেখা যায় মাহমুদউল্লাহ-মুশফিকরা তাদের লাগেজ নিয়ে বিমানবন্দরে ভেতরে ঢুকছেন। ওই হামলার পর বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
Bangladesh team have reached at the Christchurch Airport on their way back to Dhaka. The Team is scheduled to arrive home today (Saturday) at BST 22h40. pic.twitter.com/6HiYAB07rD
— Bangladesh Cricket (@BCBtigers) March 15, 2019