সর্বোচ্চ উইকেট শিকারী লিঁও, ১৮তম সাকিব

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৫৭ এএম, ০১ জানুয়ারি ২০১৮
সর্বোচ্চ উইকেট শিকারী লিঁও, ১৮তম সাকিব

২০১৭ সালে টেস্ট ক্রিকেটের সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন অস্ট্রেলিয়ার ডান-হাতি স্পিনার নাথান লিঁও। ১১ ম্যাচের ২০ ইনিংসে ৬৩ উইকেট শিকার করেছেন তিনি। ৫৭ উইকেট শিকার করে দ্বিতীয় স্থানে রয়েছেন দক্ষিণ আফ্রিকার ডান-হাতি পেসার কাগিসো রাবাদা। এরপর তৃতীয় থেকে পঞ্চম স্থানে আছেন যথাক্রমে ভারতের অফ-স্পিনার রবীচন্দ্রন অশ্বিন, ইংল্যান্ডের ডান-হাতি পেসার জেমস এন্ডারসন ও ভারতেরই বাঁ-হাতি স্পিনার রবীন্দ্র জাদেজা। এই তিন জনের উইকেট শিকার যথাক্রমে ৫৬, ৫৫ ও ৫৪।

২০১৭ সালে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারী শীর্ষ পাঁচ বোলার :
খেলোয়াড় ম্যাচ ইনিংস ওভার রান উইকেট ৫ উইকেট ১০ উইকেট
নাথান লিঁও (অস্ট্রেলিয়া) ১১ ২০ ৫৪৮.২ ১৪৮৪ ৬৩ ৫ ১
কাগিসো রাবাদা (দক্ষিণ আফ্রিকা) ১১ ২০ ৩৬০.০ ১১৫৬ ৫৭ ৩ ২
রবীচন্দ্রন অশ্বিন (ভারত) ১১ ২১ ৫৫৪.০ ১৫৪৫ ৫৬ ২ ০
জেমস এন্ডারসন (ইংল্যান্ড) ১১ ২১ ৪২৬.০ ৯৬৭ ৫৫ ৪ ০
রবীন্দ্র জাদেজা (ভারত) ১০ ২০ ৫০৮.৩ ১২৪৫ ৫৪ ৩ ০

২০১৭ সালে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারে জায়গা হয়নি বাংলাদেশের বোলারদের। উইকেট শিকারে ১৮তম স্থানে আছেন সাকিব আল হাসান। তবে বাংলাদেশীদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারী সাকিব। ৭ ম্যাচে ২৯ উইকেট ঝুলিতে রয়েছে তার।

২০১৭ সালে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারী শীর্ষ পাঁচ বোলার :
খেলোয়াড় ম্যাচ ইনিংস ওভার রান উইকেট ৫ উইকেট ১০ উইকেট
সাকিব আল হাসান ৭ ১৪ ৩০৪.০ ৯৬৮ ২৯ ২ ১
মেহেদি হাসান মিরাজ ৮ ১৫ ৩৫৯.৪ ১২৯৮ ২৪ ০ ০
মুস্তাফিজুর রহমান ৬ ১১ ১৭৫.৫ ৫৮২ ১৬ ০ ০
তাইজুল ইসলাম ৫ ৯ ১৬০.৫ ৬০৪ ১১ ০ ০
শুভাশিষ রয় ৪ ৭ ১২৪.৫ ৪৬৫ ৯ ০ ০


বিষয়ঃ

শেয়ার করুন :