কপাল খুলেছে আজীবন নিষিদ্ধ শ্রীশান্তের

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৪৭ পিএম, ১৫ মার্চ ২০১৯
কপাল খুলেছে আজীবন নিষিদ্ধ শ্রীশান্তের

ফাইল ছবি

আইপিএলে স্পট ফিক্সিংয়ের দায়ে আজীবন নিষিদ্ধ ভারতীয় পেসার শ্রীশান্তের কপাল খুলেছে। নানা জল্পনা কল্পনার পর ভারতী সুপ্রিম কোর্ট তার উপরে আজীবন নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। ফলে শ্রীশান্তের জন্য ক্রিকেটে ফেরার একটা সম্ভাবনার দ্বার খুললো।

ভারতী সুপ্রিম কোর্ট শ্রীশান্তের উপরে আজীবন নিষেধাজ্ঞা তুলে নিলেও এখন সকল সিদ্ধান্ত নির্ভর করছে ভারতীয় ক্রিকেটে বোর্ডের (বিসিসিআই) উপর। আজীবন নিষিদ্ধ থেকে বাঁচলেও স্পট ফিক্সিংয়ের অভিযোগে শ্রীশান্তকে শাস্তি পেতেই হবে। তা এখন নির্ভর করছে বিসিসিআই শৃঙ্খলারক্ষা কমিটির উপর।

ভারতী সুপ্রিম কোর্ট শ্রীশান্তকে কত দিন শাস্তি দেওয়া হবে বা কি শাস্তি দেওয়া হবে, তা সিদ্ধান্তের জন্য বিসিসিআইয়ের শৃঙ্খলারক্ষা কমিটিকে নির্দেশ দিয়েছেন। আগামী তিন মাসের মধ্যে এ সিদ্ধান্ত নিতে বলা হয়েছে।

২০১৩ সালে আইপিএলে স্পট ফিক্সিংয়ের দায়ে অভিযুক্ত হন শ্রীশান্ত। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) শ্রীশান্তকে আজীবনের জন্য সকল ধরনের ক্রিকেট খেলা নিষিদ্ধ করে। বিসিসিআইয়ের সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য সুপ্রিম কোর্টের কাছে আবেদন জানান শ্রীশান্ত। এরই প্রেক্ষিতে ভারতী সুপ্রিম কোর্ট এ রায় দিলেন।

 



শেয়ার করুন :


আরও পড়ুন

ভরতীয় দলে ফেরার আর সুযোগ রইলো না নিষিদ্ধ শ্রীশান্তের

ভরতীয় দলে ফেরার আর সুযোগ রইলো না নিষিদ্ধ শ্রীশান্তের

স্ত্রীর মামলায় ফেঁসে যাচ্ছেন ক্রিকেটার শামি

স্ত্রীর মামলায় ফেঁসে যাচ্ছেন ক্রিকেটার শামি

নিরাপদে থাকুক বাংলাদেশ দল: কোহলি

নিরাপদে থাকুক বাংলাদেশ দল: কোহলি

সিরিজ হারলেও বিশ্বকাপ নিয়ে চিন্তিত নন কোহলি

সিরিজ হারলেও বিশ্বকাপ নিয়ে চিন্তিত নন কোহলি