মসজিদে বন্দুকধারীর হামলার পর বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার তৃতীয় ম্যাচ বাতিল করেছে দেশটির ক্রিকেট বোর্ড। এছাড়া অল্পের জন্য রক্ষা পাওয়া টাইগারদের খেলার মানসিকতাতেও নেই। তারা চাচ্ছেন দ্রুত দেশে ফিরে আসতে।
এবার বিসিবির পক্ষ থেকেও জানালো হলো কালকেই (শনিবার) দেশে ফিরিয়ে আনা হচ্ছে বাংলাদেশ ক্রিকেটারদের। সিঙ্গপুরের একটি এয়ালাইন্সে তারা দেশের উদ্দেশ্যে রওয়ানা দেবেন।
শনিবার (১৬ মার্চ) শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার চলতি সিরিজের তৃতীয় টেস্ট। তবে হামলার পর ম্যাচটি সমঝোতার ভিত্তিতে বাতিল ঘোষণা করা হয়েছে।
জানা গেছে, আগামীকাল (শনিবার) সিঙ্গাপুর এয়ারলাইনসের দুপুর ১২টার (বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা) ফ্লাইটে দেশের বিমান ধরবেন টাইগাররা। সব ঠিক থাকলে শনিবার রাতে (বাংলাদেশ সময়) তারা দেশের মাটিতে পা রাখবেন।
বিসিবির পক্ষ থেকে জানানো হয়, ১৫ টাইগার ক্রিকেটারসহ মোট ১৯ জনের টিম বাংলাদেশে আসবেন। শনিবার রাতে তারা ঢাকা এসে পৌঁছাবেন।
এর আগে বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন, যত দ্রুত সম্ভব বাংলাদেশে ক্রিকেটারদের দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে। দুদেশের উচ্চ পর্যায়ে কথা বলে সেই ব্যবস্থা করা হচ্ছে।
নিউজিল্যান্ডের যে মসজিদে হামলা হয়েছে সেখানেই জুমার নামাজ আদায় করতে যাচ্ছিলেন তামিম-মিরাজসহ বেশ ১৭ জন। তারা সেখানে পৌঁছার অল্প কিছুক্ষণ আগে এক বন্দুকধারী সন্ত্রাসী মসজিদটিতে হামলা চালায়। অল্পের জন্য রক্ষা পান বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরা।
Nineteen members including all the 15 players of the Bangladesh National Team and supporting stuff are expected to reach Dhaka at 22h40 tomorrow (Saturday).
— Bangladesh Cricket (@BCBtigers) March 15, 2019