ক্রাইস্টচার্চের কাছেই আল নুর মসজিদে শুক্রবার স্থানীয় সময় বেলা দেড়টার দিকে সন্ত্রাসী হামলা হয়। তাতে ঝড়ে গেছে কমপক্ষে ৪০টি তাজা প্রাণ। হামলার ঘটনাটি খুব কাছে থেকে দেখেছেন বাংলাদেশের ১৭ জন ক্রিকেটার। এ ঘটনায় বাংলাদেশে প্রায় সব ক্রিকেটারই স্তব্ধ ও অনেকেই ভেঙে পড়েছেন।
ক্রিকেটাররা যেন মানসিক চাপে না থাকে তাই তারা এক রুমে রাত কাটাচ্ছেন। এছাড়া তারা বিভিন্ন গল্প করে সময়টা কাটানোর চেষ্টা করছেন বলে জানিয়েছেন বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাসুদ পাইলট।
তিনি বলেন, ‘আমরা সুস্থভাবে ফেরার পর সবাইকে নিয়ে একটা মিটিং করি। তাদের কে বিষয়টা বুঝিয়েছি যেন তারা মানসিকভাবে ভেঙে না পড়ে। এছাড়া সবাইকে বলেছি এক সাথে যেন এক রুমে সবাই অবস্থান করে। সবাই যেন গল্পগুজব করে বিষয়টা ভুলে থাকে।’
এদিকে মুশফিকুর রহিম কেঁদেছেন, আর তামিমসহ প্রায় সব ক্রিকেটার স্তব্ধ হয়েছেন। হামলার ঘটনাটি খুব কাছ থেকে দেখে বিমর্ষ আর স্তব্ধ ছিলেন তামিম ইকবাল। হামলার কাছ থেকে ফিরে এসে ভয়ার্ত কণ্ঠে তামিম বলেন, ‘যা দেখেছি তা যে কোন মানুষ স্তব্ধ হয়ে যাবে।’ এর পর তামিমের কণ্ঠ ভয়ে জরিয়ে যায়। তিনি আর কিছুই বলেননি।
সন্ত্রাসী হামরার পর বাংলােদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার শেষ ও তৃতীয় টেস্ট ম্যাচ বাতিল করেছে বোর্ড। এদিকে বাংলোদেশ ক্রিকেট বোর্ড যত দ্রুত সম্ভব টাইগার ক্রিকেটারদের দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করছে।