নিউজিল্যান্ডে মসজিদে হামলার খুব কাছ থেকে রক্ষা পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। মাত্র ৫০ গজ দূরে ছিল বাংলাদেশ ক্রিকেট দল।
এ ঘটনায় ক্রিকেট বিশ্বে বিভিন্ন ক্রিকেটারসহ অনেকে শোক প্রকাশ করছেন। বাংলাদেশের মঙ্গল কামানা করে পাকিস্তানের ক্রিকেটার শহীদ আফ্রিদি তার অফিসিয়াল টুইটারে একটি টুইট করেছেন।
তিনি লিখেছেন, ‘ভয়াবহ দুর্ঘটনা ক্রাইস্টচার্চে। আমি সবসময়ই নিউজিল্যান্ডকে সবচেয়ে শান্তিপূর্ণ একটি দেশ হিসেবেই দেখেছি। সেখানে মানুষরাও খুব বন্ধুপরায়ণ। আমি তামিমের সঙ্গে কথা বলেছি। বাংলাদেশের খেলোয়াড়রা এবং স্টাফরা নিরাপদে আছে এটাই বড় পরিত্রাণ। এসব বিষয়ে সারাবিশ্বের এক জোট হওয়া উচিৎ। ঘৃণা ছড়ানো বন্ধ করা উচিৎ। হামলায় নিহতদের জন্য দোয়া। আল্লাহ্ সহায় হন।’
এদিকে, এ ঘটনায় শোক প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসির প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন বলেছেন, ‘ক্রাইস্টচার্চে ভয়ানক হামলার ঘটনায় আমরা শোকাহত। এ হামলায় নিহতদের পরিবার, বন্ধু ও স্বজনদের জন্য আন্তরিক সমবেদনা জানাচ্ছি। দুই দলের খেলোয়াড়, স্টাফ এবং ম্যাচ অফিশিয়ালরা সবাই নিরাপদে আছেন এবং ম্যাচ বাতিলের সিদ্ধান্তে পূর্ণ সমর্থন জানাচ্ছে আইসিসি।’
প্রসঙ্গত, ক্রাইস্টচার্চের কাছেই আল নুর মসজিদে শুক্রবার স্থানীয় সময় বেলা দেড়টার দিকে সন্ত্রাসী হামলা হয়। তাতে ঝড়ে গেছে কমপক্ষে ৪০টি তাজা প্রাণ। যার মধ্যে রয়েছেন অন্তত দুইজন বাংলাদেশিও। আহত হয়েছে আরও অনেকে।