নিউজিল্যান্ডের মসজিদে হামলায় ঘটনাটি মাত্র ৫০ গজ দূর থেকে দেখেছে বাংলাদেশের ১৭ জন ক্রিকেটার। এ ঘটনায় মুশফিকুর রহিম কেঁদেছেন, আর তামিমসহ প্রায় সব ক্রিকেটার স্তব্ধ হয়েছেন।
বাংলাদেশ ক্রিকেট দলের ম্যানেজার খালেদ মাসুদ সুজন বলেছেন, ‘এমন ঘটনা বাংলাদেশ দলের জন্য একদমই নতুন। আমরা আগে কখনোই এমন ঘটনা দেখেনি। আমরা হামলার মাত্র ৫০ গজ দূরে ছিলাম। চোখের সামনে রক্ত, গুলির শব্দ আর শরীরে রক্ত নিয়ে মসজিদ থেকে অনেক কে আমরা বের হতে দেখেছি। এমন ঘটনা দেখে ফেরার পথে বাসে অনেক খেলোয়াড় কেঁদেছেন।’
তিনি আরো বলেন, ‘আমরা সুস্থভাবে ফেরার পর সবাইকে নিয়ে একটা মিটিং করি। তাদের কে বিষয়টা বুঝিয়েছি যেন তারা মানসিকভাবে ভেঙে না পড়ে।’
হামলার ঘটনাটি খুব কাছ থেকে দেখে বিমর্ষ আর স্তব্ধ ছিলেন তামিম ইকবাল। হামলার কাছ থেকে ফিরে এসে ভয়ার্ত কণ্ঠে তামিম বলেন, ‘যা দেখেছি তা যে কোন মানুষ স্তব্ধ হয়ে যাবে।’ এর পর তামিমের কণ্ঠ ভয়ে জরিয়ে যায়। তিনি আর কিছুই বলেন নি।
নিউজিল্যান্ডে শুক্রবার স্থানীয় সময় দুপুর ১টা ৪০ মিনিটের দিকে সেন্ট্রাল ক্রাইস্টচার্চের ডিনস ইভে মসজিদ আল নূরে হামলা চারিয়েছে বন্দুকধারীরা। ওই হামলায় এখন পর্যন্ত ৪০ জনের নিহত হয়েছেন বলে জানা গেছে।
হামলার আক্রান্ত ওই মসজিদে জুমার নামাজ আদায় করতে যাচ্ছিলেন বাংলাদেশ দলের তামিম-মিরাজসহ বেশ কয়েকজন ক্রিকেটার। অল্পের জন্য তারা রক্ষা পেয়েছেন।
Bangladesh team escaped from a mosque near Hagley Park where there were active shooters. They ran back through Hagley Park back to the Oval. pic.twitter.com/VtkqSrljjV
— Mohammad Isam (@Isam84) March 15, 2019