নিউজিল্যান্ডের সেন্ট্রাল ক্রাইস্টচার্চের ডিনস ইভে মসজিদ আল নূরে অজ্ঞাত বন্দুকধারীর হামলায় এখন পর্যন্ত ২৭ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ওই মসজিদে জুমার নামাজ আদায় করতে যাচ্ছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরা। তবে অল্পের জন্য রক্ষা পেয়েছেন তারা।
জুমার নামাজ আদায় করতে সেই মসজিদে যাচ্ছিলেন তামিম ইকবাল, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলামরা। মসজিদে ঢোকার ঠিক আগমুহূর্তে অজ্ঞাত এক নারী এসে তামিমদের সতর্ক করে জানান যে, ‘মসজিদের ভেতরে গোলাগুলি হচ্ছে, এখন ভেতরে যাওয়া ঠিক হবে না।’ এরপরই দ্রুত তারা ওই স্থান ত্যাগ করেন।
সেখানে উপস্থিত সাংবাদিকরা বিভিন্ন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তারা আরও জানান, ওই মহিলার সতর্কবার্তা শুনে দ্রুত টিম বাসে ওঠে পড়েন বাংলাদেশ দলের খেলোয়াড়রা এবং শুয়ে পড়েন।
খানিক পর তামিম-মিরাজরা বাস থেকে বেরিয়ে হাগলি পার্ক দিয়ে ক্রাইস্টচার্চের হাগলি ওভাল স্টেডিয়ামের ড্রেসিংরুমে চলে যান। জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ক্রিকইনফোর বাংলাদেশ প্রতিনিধি মোহাম্মদ ইসাম তার টুইট অ্যাকাউন্টে প্রকাশিত এক ভিডিওতেও এমন চিত্র দেখা যায়।
দলের কোচিং স্টাফ এবং দুই তরুণ সদস্য লিটন কুমার দাস ও নাঈম হাসান রয়েছেন টিম হোটেলে। তাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন দলের টিম ম্যানেজার খালেদ মাসুদ পাইলট।
বাংলাদেশ দলের ক্রিকেটাররা বর্তমানে নিরাপদে রয়েছেন। তবে তারা খেলায় মানসিকতায় নেই বলেও জানা গেছে। বাংলাদেশ ক্রিকেটাররা জানিয়েছেন, যত দ্রুুত সম্ভব তারা দেশে ফিরতে চান। এদিকে ওই হামলার পর বাংলাদেশ-নিউজিল্যান্ডের তৃতীয় টেস্ট বাতিল করেছে নিউ জিল্যান্ড বোর্ড।
Bangladesh team escaped from a mosque near Hagley Park where there were active shooters. They ran back through Hagley Park back to the Oval. pic.twitter.com/VtkqSrljjV
— Mohammad Isam (@Isam84) March 15, 2019