নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুইটি মসজিদে বন্দুকধারীর হামলার ঘটনার ঘটেছে। শুক্রবার হামলার সময় জুমার নামাজ আদায়ের জন্য আল নুর মসজিদের পথে ছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরা। তবে হামলার পরই তারা ওই এলাকা ত্যাগ করেছেন। বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরা সবাই নিরাপদ আছেন।
এমন ঘটনার আর কখনোই মুখোমুখি হয়নি বাংলাদেশ ক্রিকেট দল। তাই এটি এক ভয়ঙ্কর অভিজ্ঞতা বলে জানিয়েছেন বাংলাদেশে ওপেনার তামিম ইকবাল।
Entire team got saved from active shooters!!! Frightening experience and please keep us in your prayers #christchurchMosqueAttack
— Tamim Iqbal Khan (@TamimOfficial28) March 15, 2019
হামলার পর নিরাপদে হোটেলে ফিরে তামিম তার অফিসিয়াল টুইটারে লিখেন, ‘ আমরা বন্দুকধারীদের হামলা থেকে সুরক্ষিত আছি। এটি একটি ভয়ঙ্কর অভিজ্ঞতা। এবং সবাই আমাদের জন্য দোয়া করবেন।’
হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। তবে তা সংখ্যায় কত হবে তা জানা যায়নি। পুলিশ এক সন্দেহভাজন বন্দুকধারীকে আটক করেছে। ওই এলাকায় অভিযান চলছে। হামলার পর আশেপাশের স্কুলগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।
টেস্ট ও ওয়ানডে সিরিজ খেলতে নিউ জিল্যান্ড সফরে থাকা বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরা বর্তমানে ক্রাইস্টচার্চে অবস্থান করছেন।
নিউ জিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুইটি মসজিদে বন্দুকধারীর হামলা চালিয়েছে। শহরের হাগলি পার্কমুখী সড়ক দীন এভিনিউতে আল নুর মসজিদ এবং লিনউডের আরেকটি মসজিদের কাছ থেকে গুলির শব্দ শোনা গেছে। পুলিশের বরাত দিয়ে ঘটনাটিকে ‘মারাত্মক’ বলছে দেশটির সংবাদ মাধ্যমগুলো।
শুক্রবার হামলার সময়ে জুমার নামাজ আদায়ের জন্য আল নুর মসজিদের পথে ছিলেন নিউ জিল্যান্ডে অবস্থানরত বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরা। তবে তাদের কোন ক্ষতি হয়নি। হামলার পরই তারা ওই স্থান ত্যিাগ করেছেন।
টুইটারে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, হামলার ঘটনার পরই হাগলি পার্ক থেকে বাংলাদেশ দলের কয়েক ক্রিকেটারকে দ্রুত চলে যান।