সাব্বিরের মাথার উপর রয়েছে কঠিন শাস্তির হুমকি! যে কোন সময় বড় শাস্তির মুখোমুখি হতে পারেন জাতীয় দলের এই ক্রিকেটার। ক্রিকেট পাড়ায় সাব্বির রহমান নেতিবাচক খবরে পরিণত হওয়াটাকে যেন অভ্যাসে পরিণত করেছেন। সাপ্রতিক্কালে বিপিএলে বাজে আচরণের পর এবার এনসিএলের শেষ রাউন্ডে করেছেন মারধরের মতো স্পর্শকাতর আচরণ।
এমন ঘটনায় সাব্বির রয়েছেন বড় এক শাস্তির মুখে। কী হবে তার শাস্তি- এটি এখন পর্যন্ত নিশ্চিত না হলেও শাস্তি যে হচ্ছে এ নিয়ে নেই কোনো সন্দেহ।
আগামী সোমবার সাব্বিরের শাস্তি নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন বিসিবির শৃঙ্খলা কমিটির ভাইস চেয়ারম্যান শেখ সোহেল।
বিসিবির শৃঙ্খলা কমিটির ভাইস চেয়ারম্যান শেখ সোহেল বলেন, ‘এ ব্যাপারটা নিয়ে সোমবার দিন বসব। কাল আমি প্রতিবেদনটা দেখব। সেখানে যদি মনে হয় তাকে ডাকা দরকার, ডাকব। যদি মনে করি ডাকার দরকার নেই, তাহলে তো হলোই।’
এই ঘটনায় সাব্বিরের দুটি অপরাধ দেখছেন শেখ সোহেল, ‘ওর অপরাধ দুটি। প্রথমত সে এক কিশোর দর্শককে মারধর করেছে। দ্বিতীয়ত ম্যাচ অফিশিয়ালদের সঙ্গে বাজে ব্যবহার করেছে।’
তিনি জানিয়েছেন, সাব্বিরের আচরণে খুবই অবাক হয়েছেন তিনি, ‘খুবই অবাকই হয়েছি, একজন তারকা খেলোয়াড় হয়ে একটা বাচ্চা ছেলের সঙ্গে সে বাজে আচরণ করেছে! ছেলেটা হয়তো ওরই ভক্ত হিসেবে খেলা দেখতে গিয়েছিল।’
শাস্তি কী হতে পারে, তা এখনও স্পষ্ট নয়। তবে বড় শাস্তির আভাসই দিয়েছেন শেখ সোহেল। তিনি বলেন, ‘কাল চিঠিটা দেখি। কী শাস্তি হবে এখনই বলতে পারছি না। তবে এতটুকু বলতে পারি, বড় শাস্তিই হবে তার।’
উল্লেখ্য, জাতীয় লিগের শেষ রাউন্ডে ঢাকা মেট্রোর বিপক্ষে ম্যাচে মাত্র শূন্য রানে আউট হোন সাব্বির। এই ম্যাচ চলাকালীন সাব্বিরকে কোনো এক দর্শক তিরস্কার করেন। সাব্বির ফিল্ড আম্পায়ারদের অনুমতি নিয়ে কিছু সময়ের জন্য মাঠের বাইরে যান। এরপর সেই দর্শককে ডেকে এনে সাইড স্ক্রিনের পিছনে মারধর করেন। ঘটনাটি মাঠের আম্পায়ার ও ম্যাচ রেফারির কানে পৌঁছায়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) শৃঙ্খলা কমিটি বিষয়টি নিশ্চিত করে। যার ফলে ম্যাচ রেফারি তার রিপোর্টে সাব্বিরের বিরুদ্ধে দর্শক পেটানোর অভিযোগ আনেন।