স্ত্রীর দায়ের করা মামলায় ক্রিকেটার মোহাম্মদ শামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে কলকাতা পুলিশ। স্ত্রী হাসিন জাহান যৌন হেনস্থা ও যৌতুকসহ একাধিক অভিযোগ এনেছিলেন শামির বিরুদ্ধে।
বৃহস্পতিবার আলিপুরের অতিরিক্ত বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে জাতীয় দলের পেসার শামির বিরুদ্ধে চার্জশিট জমা দেয় পুলিশ। মোহাম্মদ শামি ছাড়াও তার দাদা মোহাম্মদ হাসিবের বিরুদ্ধেও (শ্লীলতাহানি) অভিযোগ আনে পুলিশ। সংশ্লিষ্টরা মনে করছেন আইপিএল ও বিশ্বকাপের আগে এমন ঘটনা ক্রিকেটার শামির জন্য বড় একটি ধাক্কা হয়ে উঠতে পারে।
জানা গেছে, গত বছরের মার্চে মোহাম্মদ শামির বিরুদ্ধে এমন অভিযোগ এনেছিলেন স্ত্রী হাসিন জাহান। কলকাতা পুলিশের কাছে লিখিত অভিযোগ করলে পরে এটি এফআইআর হিসেবে যাদবপুর থানায় রেকর্ড করা হয়।
হাসিনের অভিযোগ, শামি একাধিক নারীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছেন। এছাড়া তার সঙ্গে প্রতারণা করেছেন। শারীরিকভাবে নির্যাতনের পাশাপাশি শামির দাদা হাসিবের বিরুদ্ধেও গুরুতর অভিযোগ তুলেছিলেন তিনি। অভিযোগে উল্লেখ করা হয়, শামির প্ররোচণায় দাদা হাসিবও তাকে শারীরিক সম্পর্কে বাধ্য করেন।
সেই সময় হাসিন অভিযোগ তুলেছিলেন, পাকিস্তানের আলিসবা নামে এক তরুণীর সঙ্গে শামির সম্পর্ক রয়েছে। দক্ষিণ আফ্রিকা থেকে ফেরার পথে দুবাইয়ে আলিসবার সঙ্গে একই হোটেলে সময় কাটিয়েছেন শামি।
এদিকে সদ্য অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজ খেলেছেন শামি। চারটি ওয়ানডে ম্যাচে তিনি পাঁচ উইকেট নেন।বিশ্বকাপের স্কোয়াডে তার থাকা নিশ্চিত। সম্প্রতি জাতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি প্রশংসা করেছিলেন তার বোলিংয়ের।